For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসে যোগদান ৬ বিধায়কের, বিজেপি বিরুদ্ধে আরও শক্তি বাড়ালেন সোনিয়া গান্ধী

রাজস্থানের বহুজন সমাজ পার্টির ছয় বিধায়ক যোগ দিলেন কংগ্রেসে। গত সেপ্টেম্বরেই তাঁরা বিএসপি ছেড়ে কংগ্রেসের সঙ্গে চলতে শুরু করেছিলেন।

Google Oneindia Bengali News

রাজস্থানের বহুজন সমাজ পার্টির ছয় বিধায়ক যোগ দিলেন কংগ্রেসে। গত সেপ্টেম্বরেই তাঁরা বিএসপি ছেড়ে কংগ্রেসের সঙ্গে চলতে শুরু করেছিলেন। শুক্রবার দিল্লিতে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পর তাঁরা আনুষ্ঠানিকভাবে যোগ দেন কংগ্রেসে। এর ফলে রাজস্থানে কংগ্রেসের শক্তি আরও বাড়ল।

যোগদানে ছয় বিধায়ককে অভিনন্দন

যোগদানে ছয় বিধায়ককে অভিনন্দন

সোনিয়া গান্ধী যোগদান পর্বের পর ছয় বিধায়ককে অভিনন্দন জানিয়েছেন। কংগ্রেসের রাজস্থানের ভারপ্রাপ্ত নেতা অবিনাশ পাণ্ডে বলেন, এই বিধায়করা তাঁদের সঙ্গেই ছিলেন। এখন তাঁরা সরকারিভাবে যোগ দিলেন কংগ্রেসে। তাঁদের কংগ্রেসে যোগদানের ফলে রাজস্থানে কংগ্রেস সরকার আরও শক্তিশালী হল।

'হনুমান'-এর মতো কঠিন সময়ে কংগ্রেসকে সহায়তা

'হনুমান'-এর মতো কঠিন সময়ে কংগ্রেসকে সহায়তা

আনুষ্ঠানিকভাবে দলে যোগদানের পর বিধায়ক রণভীর সিং গুদা বলেন, "আমি 'হনুমান'-এর মতো কঠিন সময়ে কংগ্রেসকে সহায়তা করার পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলাম। তাই কংগ্রেসে যোগ দিলাম। ২০০৮ সালেও বিএসপির ছয় বিধায়ক কংগ্রেসে যোগ দিয়েছিলেন।

যাঁরা কংগ্রেসে যোগ দিলেন রাজস্থানে

যাঁরা কংগ্রেসে যোগ দিলেন রাজস্থানে

কংগ্রেসে যোগ দেওয়া ছয় বিধায়কদের মধ্যে রয়েছেন উদয়পুরওয়াতির রনভীর সিং গুদা, ভরতপুরের ওয়াজিব আলি, নাদবাই থেকে জোগিন্দার আওওয়ানা, আলওয়ারের সন্দীপ যাদব, কিশানগড়ের দীপচাঁদ খেরিয়া এবং করৌলি থেকে লখন সিং। অবিনাশ পান্ডে তাঁদের কংগ্রেসের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন।

কংগ্রেসে যোগদান, মায়াবতীকে ধাক্কা

কংগ্রেসে যোগদান, মায়াবতীকে ধাক্কা

গত সেপ্টেম্বরে বিএসপি বিধায়কদের হঠাৎ করে কংগ্রেসে যোগদানের ইচ্ছাপ্রকাশ করায় বিএসপি প্রধান মায়াবতীকে ধাক্কা খেয়েছিলেন। তাঁদের দল থেকে সাসপেন্ড করা হয়। এই বিধায়কদের দলে অন্তর্ভুক্ত করার জন্য সোনিয়া গান্ধী অনুমোদন দিয়েছিলেন। রাজ্য কংগ্রেসের প্রধান শচীন পাইলট এই ব্যাপারে কোনও ভূমিকা নেননি।

সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে

সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে

সেপ্টেম্বরে বিএসপির ছয় বিধায়ক রাজস্থানের বিধানসভার স্পিকার সিপি জোশির সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সিদ্ধান্তের কথা জানিয়ে একটি চিঠি দেন। গুডা তখন বলেছিলেন যে সমস্ত বিধায়ক সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে এবং রাজ্য সরকারের স্থিতিশীলতা নিশ্চিত করতে কংগ্রেসে যোগ দিয়েছেন।

ঘোড়া কেনাবেচার ইতিহাস তুলে কটাক্ষ বিজেপির

ঘোড়া কেনাবেচার ইতিহাস তুলে কটাক্ষ বিজেপির

২০১৮ সালের বিধানসভা নির্বাচনের পরপরই তাঁরা বাইরে থেকে কংগ্রেসকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছিল। এবার তাঁরা সরাসরি কংগ্রেসে যোগদান করে শক্তি আরও বাড়াল। এই যোগদান নিয়ে বিজেপি সুর চড়াল কংগ্রেসের বিরুদ্ধে। কংগ্রেসকে ঘোড়া কেনাবেচার ইতিহাস তুলে কটাক্ষ করল বিজেপি।

বিজেপি মুখপাত্রের তোপে কংগ্রেস

বিজেপি মুখপাত্রের তোপে কংগ্রেস

রাজ্য বিজেপির মুখপাত্র অমিত গোয়েল বলেন, কংগ্রেসের বিধায়ক কেনার ইতিহাস রয়েছে। গেহলত প্রায় ১০ বছর আগেও মায়াবতীকে প্রতারণা করেছিলেন এবং ছয় বিধায়ককে কিনে তিনি এবারও একই কাজ করলেন। তিনি আরও বলেন, বিএসপি অতীতের কাছ থেকে কিছু শেখেনি। এটা দুঃখের বিষয়।

English summary
Six BSP MLAs in Rajasthan joins in Congress after Sonia Gandhi’s approval. Sonia Gandhi congratulated all six MLAs on the joining occasion.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X