For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত করবে এই সিদ্ধান্ত! মোদীকে লেখা চিঠিতে আশঙ্কা প্রকাশ মমতার

ফের একবার কেন্দ্র-রাজ্য সংঘাত। গত কয়েকদিন আগেই প্রজাতন্ত্র দিবসে নেতাজির ট্যাবলো বাতিল করেছে কেন্দ্র। তা নিয়ে চরম বিতর্ক। কেন্দ্রের বিরুদ্ধে বাঙালি ভাবাবেগে আঘাতের বিরুদ্ধে সরব শাসকদল তৃণমূল। এই ঘটনায় চরম অস্বস্তিতে কেন্

  • |
Google Oneindia Bengali News

ফের একবার কেন্দ্র-রাজ্য সংঘাত। গত কয়েকদিন আগেই প্রজাতন্ত্র দিবসে নেতাজির ট্যাবলো বাতিল করেছে কেন্দ্র। তা নিয়ে চরম বিতর্ক। কেন্দ্রের বিরুদ্ধে বাঙালি ভাবাবেগে আঘাতের বিরুদ্ধে সরব শাসকদল তৃণমূল। এই ঘটনায় চরম অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার।

মোদীকে লেখা চিঠিতে আশঙ্কা প্রকাশ মমতার

বিষয়টি আরও একবার ভেবে দেখার দাবিতে ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বিতর্ক শেষ হতে না হতেই আরও এক বিতর্ক।

সম্প্রতি IAS (Cadre) Rules, 1954 সংশোধন নিয়ে বড়সড় সিদ্ধান্ত মোদী সরকার। আর তা নিয়েই বিতর্কের সূত্রপাত। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই কার্যত গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে কড়া ভাষায় প্রধানমন্ত্রীকে দুই পাতার চিঠি লিখলেন তিনি।

ওই চিঠিতে আইন নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র তা অবিলম্বে ভেবে দেখার আবেদন মমতার। তাঁর মতে, এই সিদ্ধান্ত কেন্দ্র এবং রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত করে। এমনকি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সম্পর্ক রয়েছে তাও নষ্ট করবে বলে প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

আমলা নিয়ে কেন্দ্র এবং রাজ্য সংঘাত নতুন কিছু নয়। বিশেষ করে আইএএসদের ক্ষমতা কার হাতে থাকবে তা নিয়ে মাঝে মধ্যে কেন্দ্র এবং রাজ্য সংঘাত দেখা যায়। বর্তমানে আমলারা কেন্দ্রের অধীনেই কাজ করেন। রাজ্যের দায়িত্বে থাকা আমলাদেরও কেন্দ্রের আইনেই কাজ করতে হয়। অনেক সময়েই কোনও অপছন্দ হলেও রাজ্যে থাকা আমলাদের কেন্দ্রে ডেপুটেশনে তুলে নেয় কেন্দ্র।

সম্প্রতি আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে কেন্দ্র এবং রাজ্য সংঘাত দেখেছে। মেয়াদ বাড়িয়েও শুধুমাত্র প্রধানমন্ত্রীর সভায় না থাকার কারনে দ্রুত তাঁকে দিল্লিতে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যদিও সেই সংক্রান্ত মামলা এখনও বিচারাধীন।

অন্যদিকে ডায়মন্ডহারবারে নাড্ডার কনভয়ে হামলার ঘটনাতেও একাধিক পুলিশ আধিকারিককে দ্রুত দিল্লিতে ডেকে পাঠানো হিয়। যদিও শেষমেশ রাজ্যে তাঁদের ছাড়েনি। এমন ভুরি ভুরি অভিযোগ রয়েছে।

আর সেদিকে তাকিয়েই আইএএস আইন আইন কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইএএস এবং আইপিএসদের নিয়ে নয়া ব্যবস্থায় সমস্যা তৈরি হবে বলে মনে করেন তিনি। কেন্দ্র এবং রাজ্য দুজনেই সমস্যায় পড়বে বলে আতঙ্কিত মমতা।

এই মুহূর্তে আমলাদের সংখ্যা অনেক কমে গিয়েছে। সরকার চালাতে গেলে তাঁদের ছাড়া সম্ভব নয় বলেও মোদীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক ব্যবস্থাও এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্থ হবে বলেও তাঁর মত। আর এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রীয় কাঠামো নষ্ট হতে পারে বলেও দুই পাতার চিঠিতে আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর।

যদিও এখনও এই বিষয়ে কেন্দ্রের তরফে কিছু জানানো হয়নি। এমনটাই নবান্ন সুত্রে জানা গিয়েছে।

English summary
Mamata Banerjee send letter to PM Modi asks to change cadre law
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X