For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরনো বিজেপিদের মন জিততে মরিয়া মমতা! সংসদ ভবনে আদবানি-সাক্ষাতে বার্তা

দিল্লিতে পৌঁছেই বিরোধী ঐক্যে শান দেওয়ার কাজ শুরু করেছিলেন মঙ্গলবারই। তা অব্যাহত রেখেই আরও এক মাস্টারস্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লালকৃষ্ণ আদবানির সঙ্গে দেখা করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

  • |
Google Oneindia Bengali News

দিল্লিতে পৌঁছেই বিরোধী ঐক্যে শান দেওয়ার কাজ শুরু করেছিলেন মঙ্গলবারই। তা অব্যাহত রেখেই আরও এক মাস্টারস্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে সংসদ ভবনে পৌঁছেই বিজেপি সাংসদ লালকৃষ্ণ আদবানির সঙ্গে দেখা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই সাক্ষাৎকে একান্তই সৌজন্য সাক্ষাৎ বলে জানালেন উভয়েই।

পুরনো বিজেপিদের মন জিততে মরিয়া মমতা! সংসদ ভবনে আদবানি-সাক্ষাতে বার্তা

বিজেপির প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। উভয়েই এনডিএ মন্ত্রিসভার সদস্য ছিলেন। সেই কারণেই সৌজন্য বজায় রাখতে বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থান খোঁজ খবর নেন।

এদিন সংসদ ভবনে উভয়ের মধ্যে বেশ কিছুক্ষণ একান্তে কথা হয়। অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আদবানিরদের বিজেপি আর মোদী-শাহের বিজেপিকে সবসময় আলাদা চেখে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিরিখে এদিন আদবানি-মমতা সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ বর্তমান রাজনীতির নিরিখে।

মঙ্গলবার বিজেপির বিদ্রোহীদের সঙ্গে বৈঠক করেন মমতা। বিজেপির বিদ্রোহী রাম জেঠ মালানির বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন অটলবিহারী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য যশবন্ত সিনহা থেকে শুরু করে বর্তমান বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা, বিজেপির প্রবীণ নেতা অরুণ শৌরিও। তারপর বৈঠক করেন শারদ পাওয়ারের সঙ্গেও।

[আরও পড়ুন: দেশের প্রাক্তন রাষ্ট্রপতিই কি 'অনুপ্রবেশকারী'! অসমে নাগরিক পঞ্জি প্রকাশে উঠছে 'বিস্ময়' প্রশ্ন][আরও পড়ুন: দেশের প্রাক্তন রাষ্ট্রপতিই কি 'অনুপ্রবেশকারী'! অসমে নাগরিক পঞ্জি প্রকাশে উঠছে 'বিস্ময়' প্রশ্ন]

বুধবার সকালে সংসদ ভবনে উপস্থিত হয়ে লালকৃষ্ণ আদবানির সঙ্গে সাক্ষাতের পর বিজেপির আর এক বিদ্রোহী কীর্তি আজাদের সঙ্গেও তাঁর কথা হয়। সংসদ ভবনে তিনি বৈঠক করেন কংগ্রেসের দুই সাংসদ গুলাম নবি আজাদ ও আহমেদ প্যাটেলের সঙ্গে। উল্লেখ্য এদিনই সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠক আছে মমতার। তার আগে দেবেগৌড়া ও কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে তাঁর।

[আরও পড়ুন:মোদী সরকারের বলিষ্ঠ পদপেক্ষ! ভারত জুড়ে বাড়তে চলছে শ্রমিক কর্মচারীদের বেতন][আরও পড়ুন:মোদী সরকারের বলিষ্ঠ পদপেক্ষ! ভারত জুড়ে বাড়তে চলছে শ্রমিক কর্মচারীদের বেতন]

English summary
Mamata Banerjee meets with BJP leaders Lalkrishna Advani at Parliament. She also meets with rebel BJP MP Kirti Ajad at New Delhi,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X