মুম্বইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন শিব সেনা প্রধান উদ্ধব থ্যাকারে। দুজনের মধ্যে জাতীয় রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর।

শিল্প বৈঠকের মধ্যেই রাজনীতি
শিল্প সম্মেলনে যোগ দিতে মুম্বই গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প নিয়ে আলোচনার ফাঁকে রাজনীতি নিয়েও চলছে আলোচনা।

মমতার হোটেলে উদ্ধব থাকরে
বৃহস্পতিবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ মুম্বইয়ের হোটেলে যান শিবসেনা প্রধান উদ্ধব থ্যাকরে। সঙ্গে ছিলেন উদ্ধবের পুত্র আদিত্য। এই বৈঠক জাতীয় রাজনীতিতে নয়া রাজনীতির ইঙ্গিত বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

বিজেপি বিরুদ্ধে তৃণমূল-শিবসেনা
বেশ কিছু বিষয়ের আন্দোলনে শিব সেনা এবং তৃণমূল কংগ্রেসের মধ্য মিল রয়েছে। দুদলই নোট বাতিল নিয়ে বিজেপি বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে।

উদ্ধবের সাফাই
উদ্ধর থ্যাকরে এর আগে বলেছিলেন, যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এনসিপি প্রধান শারদ পাওয়ারের মধ্যে বৈঠকে কোনও বাধা না থাকে, তাহলে শিবসেনার সঙ্গে মমতার বৈঠকেও কোনও বাধা নেই।
Oneindia এর ব্রেকিং নিউজের জন্য . সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.subscribe to Bengali Oneindia.