For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিক পঞ্জীকরণ ইস্যুতে রাজনাথ সকাশে মমতা, কী আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। তিনি এদিন দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে।

  • |
Google Oneindia Bengali News

জাতীয় নাগরিক পঞ্জীকরণ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। দেশের নাগরিকদেরই নিজেদের ভূমিতে পরবাসী করে উদ্বাস্তু তকমা দিতে ষড়যন্ত্র করেছে বিজেপি সরকার। এই অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই দাবিতে সংসদ থেকে সর্বত্র তৃণমূল বিরোধ দেখাচ্ছে।

নাগরিক পঞ্জীকরণ ইস্যুতে রাজনাথ সকাশে মমতা, কী আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। তিনি এদিন দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। অসমের জাতীয় নাগরিক পঞ্জীকরণ নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন।

মমতাকে রাজনাথ সিং জানিয়েছেন, কাউকে হয়রানি করা হবে না। বাংলায় জাতীয় নাগরিক পঞ্জীকরণ বলবতের আলোচনা চলছে বলে শুনতে পেয়েছেন বলে রাজনাথকে মমতা জানান। এমনটা হলে যে গৃহযুদ্ধ শুরু হবে সেটাও মমতা জানিয়ে এসেছেন।

[আরও পড়ুন:তামাম বাঙালি জাতির কাছে এক বিশাল সঙ্কট, জাতিয়তাবাদে গর্জে ওঠার আহ্বান তপোধীরের][আরও পড়ুন:তামাম বাঙালি জাতির কাছে এক বিশাল সঙ্কট, জাতিয়তাবাদে গর্জে ওঠার আহ্বান তপোধীরের]

বদলে রাজনাথ মমতাকে বলেছেন, কেন্দ্র ও রাজ্য সমন্বয় করে অসম চুক্তি মোতাবেক জাতীয় নাগরিক পঞ্জীকরণ করা হয়েছে। কাউকে অযথা হয়রানি করা হবে না। যদিও রাজনাথের এই কথায় বিরোধীরা কতটা আশ্বস্ত হবেন তা ভবিষ্যতই বলবে।

[আরও পড়ুন: মোদীর 'কিংমেকারে'র বাড়িতে মমতা! 'স্বপ্ন' সফলে বিজেপির 'বিদ্রোহী'দের সঙ্গে বৈঠক ][আরও পড়ুন: মোদীর 'কিংমেকারে'র বাড়িতে মমতা! 'স্বপ্ন' সফলে বিজেপির 'বিদ্রোহী'দের সঙ্গে বৈঠক ]

English summary
Mamata Banerjee meets Rajnath Singh on NRC issue in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X