For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৈঠক অত্যন্ত ইতিবাচক! সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, সোনিয়ার সঙ্গে বৈঠকের পর বললেন মমতা

সোনিয়া গান্ধীর (sonia gandhi) সঙ্গে তাঁর বৈঠক ফলপ্রসূ হয়েছে। এদিন বৈঠক সেরে সোনিয়া গান্ধীর বাসভবন থেকে বেরনোর পরে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) । তিনি বলেছেন, সবাইকে এরসঙ্গে কাজ করতে হবে। নি

  • |
Google Oneindia Bengali News

সোনিয়া গান্ধীর (sonia gandhi) সঙ্গে তাঁর বৈঠক ফলপ্রসূ হয়েছে। এদিন বৈঠক সেরে সোনিয়া গান্ধীর বাসভবন থেকে বেরনোর পরে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) । তিনি বলেছেন, সবাইকে এরসঙ্গে কাজ করতে হবে। নিজেকে নেতা নয় ক্যাডার বলে বর্ণনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বৈঠকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এক কাপ চায়ের জন্য ডেকেছিলেন সোনিয়া গান্ধী। তাঁদের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পেগাসাস এবং দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠক অত্যন্ত ইতিবাচক

বৈঠক অত্যন্ত ইতিবাচক

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের মধ্যে বিরোধী ঐক্য নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেছেন, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বৈঠক ফলপ্রসু এবং ইতিবাচক হয়েছে বলেও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেনয় যা বৈঠক হয়েছে, তাতে ভবিষ্যতে ইতিবাচক ফল পাওয়া যাবেন।

লিডার নই, ক্যাডার

লিডার নই, ক্যাডার

স্বভাবতই জোটের মুখ কে হবেন, তা নিয়ে প্রশ্নের মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, তিনি একা কিছু নন. বিজেপিকে হারানোর জন্য সবাই একসঙ্গে আসা অত্যন্ত জরুরি। তিনি বলেন, নিজের রাস্তায় নেমে কাজ করেন। নিজেকে লিডার নয় ক্যাডার বলে বর্ণনা করেন তিনি।

 রাহুলকে সঙ্গে করেই বৈঠক

রাহুলকে সঙ্গে করেই বৈঠক

এদিন ১০ নম্বর জনপথে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন, বৈঠকে রাহুলজিও উপস্থিত ছিলেন। এর আগে বৈঠকে রাহুল গান্ধীর উপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কেননা আগে অনেক ক্ষেত্রে রাহুলের মতের সঙ্গে মমতার দ্বিমত ছিল। তবে এবার বৈঠকের সেতুবন্ধ করেছিলেন প্রশান্ত কিশোর।

নিম্নচাপ আরও শক্তিশালী! কলকাতা ছেড়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বড় আঘাত, একনজরে পূর্বাভাসনিম্নচাপ আরও শক্তিশালী! কলকাতা ছেড়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বড় আঘাত, একনজরে পূর্বাভাস

English summary
After meeting Sonia Gandhi Mamata Banerjee says, all will work together and She is not a leader but a cadre.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X