For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে ছাপিয়ে যোগী আদিত্যনাথের মাথায় উঠল সেরা মুখ্যমন্ত্রীর 'তাজ'! জানাল সমীক্ষা রিপোর্ট

মমতাকে ছাপিয়ে যোগী আদিত্যনাথের মাথায় উঠল কোন 'তাজ'! জানান দিল সমীক্ষার রিপোর্ট

  • |
Google Oneindia Bengali News

দলগত দ্বন্দ্ব তো রয়েইছে। আর তা বাদ দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় ও যোগী আদিত্যনাথের মধ্যে রাজনৈতিক সম্পর্কও খুব একটা সুষ্ঠু নয়। লোকসভা নির্বাচনের সময় বাংলার মাটিতে তাঁর হেলিকপ্টার অবতরণের অনুমতি পাননি যোগী আদিত্যনাথ। আর তার পাল্টা হিসাবে বিজেপির প্রচার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগতেও ছাড়েননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এবার এই দুই মুখ্যমন্ত্রীর মধ্যেই ছিল স্লগ ওভারে সেরার সেরা হওয়ার লড়াই। আর তাতেই মমতাকে পিছনে ফেলে এগিয়ে গেলেন যোগী আদিত্যনাথ।

দেশের সেরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ!

দেশের সেরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ!

ইন্ডিয়া টুডে ও কার্ভি গ্রুপের সমীক্ষা ' মুড অফ দ্য নেশন' বলছে ৪৭ বছর বয়সী যোগী আদিত্যনাথই এই মুহূর্তে দেশের সেরার সেরা মুখ্য়মন্ত্রী। অন্তত জনমত সমীক্ষা তাইই বলছে। দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ১৮ শতাংশ ভোটের সমর্থনে যোগী আদিত্যনাথ এই জায়গাটি দখল করেছেন।

মমতাকে পিছনে ফেললেন যোগী!

মমতাকে পিছনে ফেললেন যোগী!

'মুড অফ দ্য নেশন' সমীক্ষায় লাগাতার ৪ বারের সেরা মুখ্যমন্ত্রী হিসাবে উঠে এসেছিলেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবার তিনি যোগী আদিত্যনাথকে সরিয়ে এক নম্বর জায়গাটি দখল করেছেন। এর আগে, ২০১৭ সাল, ২০১৮ সালের জানুয়ারি ও অগাস্টের 'মুড অফ দ্যা নেশন' এবং ২০১৯ সালের মুড অফ দ্য নেশনে সেরার সেরা ভূমিকায় দেখা যায় মমতাকে।

মমতা ২০২০ সালে রয়েছেন কোন স্থানে?

মমতা ২০২০ সালে রয়েছেন কোন স্থানে?

লাগাতার প্রথম স্থানে থাকবার পর মুখ্যমন্ত্রিত্বের সেরার দৌড়ে ২০২০ সালে পিছিয়ে পড়েছেন মমতা। তিনি এই বছর রয়েছেন দ্বিতীয় স্থানে। তাঁর কাছে রয়েছে ১১ শতাংশ ভোট। একই জায়গায় রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রসঙ্গত, দিল্লি নির্বাচনের আগে এই কেজরিওয়ালের দ্বিতীয়স্থানে থাকবার ঘটনা রাজধানীর রাজনীতিতে প্রভাব পড়ে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। তৃতীয়স্থানে ১০ শতাংশ ভোট নিয়ে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

 যোগী ও মমতা ফ্যাক্টর

যোগী ও মমতা ফ্যাক্টর

২০১৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সেরা মুখ্যমন্ত্রী বিবেচিত হওয়ার নেপথ্যে সবচেয়ে বড় কারণ ছিল তাঁর কট্টর মোদী বিরোধিতা ও তার থেকে সাফল্য। এমনই মত ছিল সমীক্ষকদের। তবে সেই ফ্যাক্টর খানিকটা ম্লান হয়ে যায় ২০১৯ সালের লোকসভা ভোটে। মমতাকে ছাপিয়ে উঠে আসেন মোদী শিবিরের যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশ জুড়ে তাঁর প্রশাসনিক দাপট, একের পর এক দুর্নীতি দমনে অগ্রণী ভূমিকা নেওয়া সমেত একাধিক ফ্যাক্টর কাজ করেছে যোগীর সাফল্যের নেপথ্যে।

ব্রেক্সিটের বিলে রানির স্বাক্ষর, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বিদায় সময়ের অপেক্ষাব্রেক্সিটের বিলে রানির স্বাক্ষর, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বিদায় সময়ের অপেক্ষা

English summary
Mamata Banerjee laggs behind of Yogi Adityanath as Best performing Cheif Minister in MOTN.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X