For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোমবার দিদির হাত ধরে দিল্লিতে দাঁড়িয়ে মোদীকে উৎখাতের ডাক দেবেন চন্দ্রবাবু

রাজধানী দিল্লিতে দাঁড়িয়ে সোমবার বিরোধী মহাজোট কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে উৎখাতের ডাক দেবে।

  • |
Google Oneindia Bengali News

ষোলোতম লোকসভার মেয়াদ শেষ হতে চলল। এবার পালা নতুন এক লোকসভা নির্বাচনের। ভোটের মধ্যে দিয়েই নতুন সরকার ক্ষমতায় আসবে। হতে পারে তা বর্তমান সরকার, অথবা কংগ্রেস অথবা মহাজোটের সরকার। তবে তার আগে সারা দেশে প্রস্তুতি চলছে। রাজধানী দিল্লিতে দাঁড়িয়ে সোমবার বিরোধী মহাজোট কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে উৎখাতের ডাক দেবে।

দিদির হাত ধরে দিল্লিতে মোদীকে উৎখাতের ডাক দেবেন চন্দ্রবাবু

সোমবার অন্ধ্রপ্রদেশের দাবিদাওয়া নিয়ে সেরাজ্যের মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতা চন্দ্রবাবু নাইড়ু দিল্লির অন্ধ্রভবনের সামনে ধরনায় বসবেন, বিক্ষোভ দেখাবেন। অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিকে সামনে রেখে একদিনের ধরনা হবে। সেই মঞ্চকে টিডিপি নেতৃত্ব মোদী বিরোধিতার মঞ্চ হিসাবে ব্যবহার করতে চাইছে। ফলে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দলের নেতা-নেত্রীদের।

তাতে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও। বিভিন্ন দলের নেতাদের সঙ্গে তৃণমূল নেত্রীও মোদী বিরোধী মঞ্চে শামিল হতে চলেছেন। একসঙ্গে সকলে মিলে বিজেপি তথা কেন্দ্রের বিরোধিতায় মুখ খুলবেন।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সিবিআই তথা কেন্দ্র বিরোধী ধরনা দেন। সেখানে ছুটে এসেছিলেন চন্দ্রবাবু। এবার মমতা ছুটে যাচ্ছেন চন্দ্রবাবুর ধরনায় শামিল হতে।

প্রসঙ্গত, সোমবার চন্দ্রবাবুর ধরনায় যোগ দিতে দিল্লি যাচ্ছেন টিডিপি সমর্থকেরা। সেজন্য সরকারের রাজকোষ থেকে ১.১২ কোটি টাকার ট্রেনের টিকিট কাটা হয়েছে। ট্রেনের ৪০টি বগিতে সবকটি আসন বুক করে সমর্থকেরা দিল্লি যাচ্ছেন। রবিবার সকালে দিল্লি পৌঁছে যাবে ট্রেন। যা নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে।

English summary
Mamata Banerjee to join N Chandrababu Naidu in Dharna against Modi govt at Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X