For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার লক্ষ্য বিরোধী জোট, দিল্লিতে নজরে সেন্ট্রাল হল আর সাউথ অ্যাভিনিউ-এর ফ্ল্যাট

দিল্লিতে গিয়েই তৎপরতা শুরু তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার বিকেলে তিনি দিল্লি গিয়েছেন চার দিনের জন্য। এই সফরে বিভিন্ন বিরোধীদলের নেতাদের সঙ্গে কথা হবে।

  • |
Google Oneindia Bengali News

দিল্লিতে গিয়েই তৎপরতা শুরু তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার বিকেলে তিনি দিল্লি গিয়েছেন চার দিনের জন্য। এই দিল্লি সফরে বিভিন্ন বিরোধীদলের নেতাদের সঙ্গে কথা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার বিমানবন্দর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সোজা চলে যান ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাউথ অ্যাভিনিউ-এর ফ্ল্যাটে।

মমতার লক্ষ্য বিরোধী জোট, দিল্লিতে নজরে সেন্ট্রাল হল আর সাউথ অ্যাভিনিউ-এর ফ্ল্যাট

মঙ্গলবার থেকেই দিল্লিতে ঠাঁসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুপুরে তিনি সংসদ ভবনে যাবেন। বিভিন্ন বিরোধী নেতা ও সংসদদের সঙ্গে দেখা ও কথা হবে তাঁর। তৃণমূল সূত্রে খবর, এই তালিকাটি বেশ দীর্ঘ। যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চান, তাঁরাও সামনেই পেয়ে যাবেন এই বিরোধী নেত্রীকে। শারদ পাওয়ারের সঙ্গে কথা বলার নির্ধারিত কর্মসূচি ছাড়াও অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে আলোচনারও সম্ভাবনা রয়েছে।

মুখ্যমন্ত্রী অবশ্য কাউকেই নিরাশ করতে চান না। তিনি বলেছেন, যাঁরা চাইবেন, তাঁদের সঙ্গেই কথা বলবেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে যাওয়ার আগে সনিয়া গান্ধীর সঙ্গে আলোচনার কথা শোনা গিয়েছিল। কিন্তু বর্তমানে তিনি অসুস্থ। ফলে যদি সম্ভব হয় তবেই সনিয়া গান্ধীর সঙ্গে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী নিজেই জানিয়েছেন, সুস্থ থাকলে সনিয়া গান্ধীর সঙ্গে কথা হবে।

English summary
Mamata Banerjee goes to Delhi for Opposition coalition in the future
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X