For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেঘালয়ে মানুষের সরকার গড়ার ডাক মমতার, প্রথম সভাতেই সুর চড়ালেন ‘জয় মেঘালয়’ স্লোগানে

মেঘালয়ে মানুষের সরকার গড়ার ডাক মমতার, প্রথম সভাতেই সুর চড়ালেন ‘জয় মেঘালয়’ স্লোগানে

  • |
Google Oneindia Bengali News

মেঘালয়ে মানুষের সরকার গড়ার ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন ঘোষণার আগেই তিনি নির্বাচনী সুর চড়িয়ে জানিয়ে দিলেন, দুর্নীতিমুক্ত মানুষের সরকার গড়তে একমা্ত্র বিকল্প তৃণমূল। এবার তৃণমূলের নেতৃত্বে পরিবর্তনের সরকার গড়ার বার্তা দিলেন মমতা।

মেঘালয়ে মানুষের সরকার গড়ার ডাক মমতার, প্রথম সভাতেই সুর চড়ালেন ‘জয় মেঘালয়’ স্লোগানে

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয়ের গারো পাহাড়ে প্রথম জনসভা করে বলেন, আমি কখনও দু্র্নীতির সঙ্গে আপোশ করিনি। মেঘালয়ে বর্তমানে বিজেপির নেতৃত্বে দুর্নীতিগ্রস্ত সরকার চলছে। বিজেপি নির্বাচন এলেই নানারকম প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। এবারও করবে, করছেও। তাই নির্বাচনের আগে বিজেপিকে জলাঞ্জলি দিয়ে তৃণমূলের নেতৃত্বে দুর্নীতিমুক্ত সরকার গড়ে তুলুন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলের নেতৃত্বে এই সরকার হবে মানুষের সরকার। আপনাদের সরকার। জানবেন, রাজনীতি আমার পেশা নয়, রাজনীতি আমার নেশা। আমি মানুষের পাশে থাকেত রাজনীতি করি। আমার উপর অনেক হামলা হয়েছে। তবু আমি লড়াই থেকে সরে আসিনি।

বিজেপিকে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা পাঁচ বছরে কী কাজ করেছেন। তার রিপোর্ট কার্ড দিন। ওরা কোনওদিন কোনও কাজ করে না। শুধু বিভ্রান্তি ছড়ায়। বিজেপি হল প্রক্সির সরকার। বিজেপিকে তাই একদম বিশ্বাস করবেন না। আমরাই একমাত্র আপনাদেরকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন দিতে পারি। আমরাই বদলাতে পারি বিজেপির এই প্রক্সির সরকারকে।

Meghalaya Election 2023: মমতার সফরের মাঝেই মেঘালয়ে দলবদলের হিড়িক, পদত্যাগ ৫ বিধায়কেরMeghalaya Election 2023: মমতার সফরের মাঝেই মেঘালয়ে দলবদলের হিড়িক, পদত্যাগ ৫ বিধায়কের

উত্তর-পূর্বের মেঘালয়ে তৃণমূল ইউনিট গড়ে তুলে কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচনে লড়তে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে দুবার মেঘালয় সফরে এলেন। এদিনই ছিল তাঁর প্রথম জনসভা। গতবার তৃণমূলের কর্মিসম্মেলনে উপস্থিত হয়েছিলেন তিনি। তারপরই ৬০ আসনের মেঘালয়ে ৫৫টি আসনে প্রার্থী ঘোষণা করে তৃণমূল।

উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে তৃণমূল শক্ত ঘাঁটি গড়তে চাইছে। নির্বাচন ঘোষণার আগেই তাই প্রার্থী ঘোষণা করে দিয়ে বিশ্বাসভাজনের চেষ্টা করছে। এদিনই মেঘালয়ের নির্বাচন ঘোষণা হয়ে যাচ্ছে। তার আগে বুধবার মেঘালয়ের গারো পাহাড়ে রাজনৈতিক সভা করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সুর বেঁধে দিলেন।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন জনসভায়। ২০১৮-র নির্বাচন হয়েছিল মেঘালয় বিধানসভার। পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে ২০২৩-এর মার্চে। তৃণমূল এবার মেঘালয়ে রাতারাতি প্রধান বিরোধী দল বনে গিয়েছে। কংগ্রেসকে ভেঙে তাঁরা মেঘালয় বিধানসভার প্রধান বিরোধী দল এখন। কংগ্রেসের ১১ জন বিধায়ককে নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার নেতৃত্বে নির্বাচনে লড়তে চলেছে তৃণমূল।

English summary
Mamata Banerjee gives message to build corruption-less government in Meghalaya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X