For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, মসনদ থেকে মোদীকে সরানোর সূত্র দিলেন মমতা

বিজেপির এবার চলে যাওয়ার সময় এসেছে। কেন্দ্র থেকে বিজেপিকে হটাতে তাই সব দলকে এক হতে হবে। মঙ্গলবার সংসদে দফায় দফায় বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকের পর বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

বিজেপির এবার চলে যাওয়ার সময় এসেছে। কেন্দ্র থেকে বিজেপিকে হটাতে তাই সব দলকে এক হতে হবে। মঙ্গলবার সংসদে দফায় দফায় বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকের পর মমতা বলেন, সব রাজ্যে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার দরকার। তাহলেই বিজেপি শাসনের অবসান ঘটবে দেশে। এদিন দিল্লির মসনদ থেকে বিজেপিকে বিদায় করে দেওয়ার সূত্র জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, মসনদ থেকে মোদীকে সরানোর সূত্র দিলেন মমতা

শারদ পাওয়ার-সহ বিরোধী দলগুলির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সংসদে অনাস্থা আনতে দিচ্ছে না বিজেপি। সংসদেও একনায়কতন্ত্র চালানোর চেষ্টা করছে। তাছাড়া বিজেপির মতো সাম্প্রদায়িক দল দু'টো হয় না। এদেরকে বিদায় করে দিতে হবে। এজন্য যে রাজ্যে যে দল শক্তিশালী, অপর দলকে তাকে সাহায্য করতে জোট বাঁধতে হবে।

তিনি এদিন পরিষ্কার জানান, কংগ্রেসকে বাদ দিয়ে জোট করার ভাবনা চলছে- এটা ঠিক নয়। এমনকী এ প্রসঙ্গে তিনি বলেন, ত্রিপুরায় তিনি জোটের প্রস্তাব দিয়েছিলেন। কর্ণাটকেও কংগ্রেসের জোট করা উচিত ছিল দেবেগৌড়ার সঙ্গে। তাহলে বিজেপি নামক কোনও শক্তিও উঠে আসতে পারবে না। কেন্দ্রে শাসনের নামে বিজেপি একনায়কতন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেন মমতা।

এদিন এনসিপি নেতা শারদ পাওয়ার ছাড়াও আরজেডি-র মিসা ভারতী, ও ডি এমকে নেতা রামগোপাল জাদবের সঙ্গে তিনি বৈঠক করেন। আর এই বৈঠকের পরই বিজেপি বিরোধী সব দলকে একজোট হৃয়ে লড়াইয়ের বার্তা দেন। সব দলকে এক মঞ্চে আসার অনুরোধ করেন। মমতা মন্তব্য করেন, সোনিয়াজির শরীর ঠিক যাচ্ছে না। এই অবস্থায় তিনি সাংসদ দীনেশ ত্রিবেদীকে সোনিয়া গান্ধীর সঙ্গো যোগাযোগ রাখতে বলেন।

English summary
Mamata Banerjee gives message to remove Narendra Modi from central power. She advices to build unity all the part of anti-BJP,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X