For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫৬ ইঞ্চি ছাতির নোটবন্দির ‘চৌকিদার’ ৫৬০ ইঞ্চির মিথ্যা বলেন, মোদীকে নিশানা মমতার

দক্ষিণের ‘চন্দ্র’-রাজ্য থেকে লোকসভার প্রচার শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রথম প্রচারেই তিনি টার্গেট করলেন প্রধানমন্ত্রী মোদীকে।

Google Oneindia Bengali News

দক্ষিণের 'চন্দ্র'-রাজ্য থেকে লোকসভার প্রচার শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রথম প্রচারেই তিনি টার্গেট করলেন প্রধানমন্ত্রী মোদীকে। এদিন অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর দলের হয়ে প্রচারে গিয়ে তিনি রাহুল গান্ধীকে নিয়ে একটা শব্দ উচ্চারণ করেননি। তবে চাঁছাছোলা ভাষায় বিঁধলেন মোদীকে। ৫৬ ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রীকে নোটবন্দির চৌকিদার আখ্যা দিলেন।

৫৬ ইঞ্চি ছাতির নোটবন্দির ‘চৌকিদার’ ৫৬০ ইঞ্চির মিথ্যা বলেন, মোদীকে নিশানা মমতার

মমতা এদিন বলেন, তিনি চান সব রাজ্যের অগ্রগতি হোক। তাই ভেবে চিন্তে এবার ভোট দেওয়া দরকার। দেশের দুর্ভাগ্য যে প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। তিনি নিজেকে চৌকিদার ভাবছেন। এখন আবার দলের সবাই চৌকিদার হয়েছেন। আসলে তিনি নোটবন্দির চৌকিদার।

আর ওই ৫৬ ইঞ্চির চৌকিদার শুধু মিথ্যা কথা বলেন। ৫৬ ইঞ্চি ছাতির চৌকিদার ৫৬০ ইঞ্চি বহরের মিথ্যা কথা বলে চলেছেন। তিনি একটাও প্রতিশ্রুতি রাখেননি। তাই ভয় পান সাংবাদিকদের মুখোমুখি হতে। এই পাঁচ বছরে একটিবারও তিনি সাংবদিকদের মুখোমুখি হননি।

[আরও পড়ুন:লোকসভা ভোটে গোহারা হারবে বিজেপি! দলের অভ্যন্তরীণ সমীক্ষায় চমকপ্রদ তথ্য] [আরও পড়ুন:লোকসভা ভোটে গোহারা হারবে বিজেপি! দলের অভ্যন্তরীণ সমীক্ষায় চমকপ্রদ তথ্য]

মমতা এদিন চন্দ্রবাবু নাইডুর হয়ে ভোট প্রার্থনা করে জানান, আমাদের লক্ষ্য দেশ বাঁচানো। এই দেশকে বাঁচাতে গেলে সবার আগে নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে সরাতে হবে। সেই লক্ষ্যেই আমরা একত্রিত হয়েছি। বাংলায় তৃণমূল, অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু, দিল্লিতে কেজরিওয়াল, উত্তরপ্রদেশে মায়াবতী-অখিলেশ, বিহারে তেজস্বী, তামিলনাড়ুতে স্ট্যালিন, মহারাষ্ট্রে শারদ পাওয়ার-সহ সকলেরই লক্ষ্য মোদীকে হটানো। আমরা সেই লক্ষ্য পূরণ করেই ছাড়ব। আমরা দেশ বাঁচাবই।

[আরও পড়ুন:লোকসভার মুখে দলত্যাগ প্রাক্তন কংগ্রেস সচিবের, কোটি টাকায় টিকিট বিলির অভিযোগ][আরও পড়ুন:লোকসভার মুখে দলত্যাগ প্রাক্তন কংগ্রেস সচিবের, কোটি টাকায় টিকিট বিলির অভিযোগ]

এদিন মোদীকে খোলা চ্যালেঞ্জ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মোদীজি আমার সঙ্গে ডিবেটে বসুন। আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দেব। আমি প্রশ্ন করব, পনি উত্তর দিন। এদিন তিনি সাফ জানান, পুলওয়ামা নিয়ে আমরা কোনও রাজনীতি করিনি। রাজনীতি শুরু করেছেন মোদী, রাজনীতি করেছেন বিজেপি নেতারা।

[আরও পড়ুন: রাহুলের ৭২ হাজারের 'ন্যায়' চালু হলে ডিভোর্সের খোরপোশ দেব! আদালতে চমক অভিনেতার][আরও পড়ুন: রাহুলের ৭২ হাজারের 'ন্যায়' চালু হলে ডিভোর্সের খোরপোশ দেব! আদালতে চমক অভিনেতার]

English summary
Mamata Banerjee criticizes Narendra Modi from vote campaigning in Andhra Pradesh. Mamata Says Modi is chowkidar of demonetisation,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X