For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার ফোন শরদ পাওয়ারকে! দাউদযোগের অভিযোগে নবাব মালিকের গ্রেফতারিতে দিলেন বার্তা

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের (dawood ibrahim) সঙ্গে যোগসাজস এবং তার সঙ্গে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছে মহারাষ্ট্রের (maharashtra) প্রভাবশালী মন্ত্রী নবাব মালিককে (nawab malik)। এই খবর পাওয়ার পরেই এনসি

  • |
Google Oneindia Bengali News

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের (dawood ibrahim) সঙ্গে যোগসাজস এবং তার সঙ্গে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছে মহারাষ্ট্রের (maharashtra) প্রভাবশালী মন্ত্রী নবাব মালিককে (nawab malik)। এই খবর পাওয়ার পরেই এনসিপি নেতা শারদ পাওয়ারকে (Sharad pawar) ফোন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। প্রতিবাদে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

মুম্বইয়ে গ্রেফতার নবাব মালিক

মুম্বইয়ে গ্রেফতার নবাব মালিক

এদিন সকালে মন্ত্রী নবাব মালিকের বাড়িতে হাজির হয়েছিলেন ইডির আধিকারিকরা। দীর্ঘ জেরার পরে বয়ানে অসঙ্গতির অভিযোগে দুপুরের দিকে তাঁকে গ্রেফতার করা হয়। আর্থিক দুর্নীতি ছাড়াও দাউড ইব্রাহিম এবং তাঁর ভাই ইকবাস কাসকারের সঙ্গে যোগযোগের প্রমাণ রয়েছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার কাছে, এমনটাই অভিযোগ। সম্পত্তি কেনাবেচার ঘটনায় মন্ত্রীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ করেছে ইডি। তবে এর আগে নবাব মালিকের বিরুদ্ধে ১৯৯৩-এ মুম্বই বিস্ফোরণ মামলায় নবাব মালিকে বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ করেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

শক্তিশালী ঐক্যবদ্ধ বিরোধী ঐক্যের ডাক

শক্তিশালী ঐক্যবদ্ধ বিরোধী ঐক্যের ডাক

এই খবর পাওয়ার পরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারকে ফোন করেন। কেন্দ্র বিরোধীদের বিরুদ্ধে ইডি এবং সিবিআইকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন বলে জানা গিয়েছে। তবে এর মোকাবিলায় শক্তিশালী এবং ঐক্যবদ্ধ বিরোধী ঐক্য গড়ে তোলার ডাক দেন তিনি। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন রাজনৈতিকভাবে না পেরে ভয় দেখাতে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে কেন্দ্রের বিজেপি সরকার।

ইডিতে হাজির হওয়ার জন্য সমন জারি

ইডিতে হাজির হওয়ার জন্য সমন জারি

এর আগে নবাব মালিককে তদন্তকারী সংস্থার সামনে হাজির হওয়ার দন্য সমন জারি করেছিল ইডি। দাউড ইব্রাহিম, তার ভাই আনিস, ইকবাল, সহযোগী ছোটা শাকিল এবং অন্যদের সঙ্গে যোগাযোগ রাখা এবং আর্থিক লেনদেনের অভিযোগ ছিল নবান মালিকের বিরুদ্ধে। এছাড়াও নবাব মালিকের সঙ্গে দাউদ ইব্রাহিমের সহযএাগী সর্দার শাসভালি খান এবং হাসিনা পার্কারের দেহরক্ষী সালিম প্যাটেলের সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়টিও ইডির স্ক্যানারে ছিল। সূত্রের খবর অনুযায়ী, হাসিনা পারকারের ছেলে আলিশাহ পারকার সোমবার ইডিকে জানিয়েছেন, নবাব মালিক এবং তার মায়ের মধ্যে টাকার লেনদেন হয়েছে। তারপরেই নবান্ন মালিকের বিরুদ্ধে এদিন ব্যবস্থা নেয় ইডি।

ইডির তল্লাশি বিভিন্ন জায়গায়

ইডির তল্লাশি বিভিন্ন জায়গায়

গত সপ্তাহে ইডি মুম্বইয়ের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে। দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কযুক্ত এলাকাগুলিতেই এই তল্লাশি চালানো হয়। তবে ইডির এই অভিযান ছিল এনআইএ-র দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে।

করোনায় ২০ বেশি আক্রান্ত ৩ জেলায়, ১২ জেলায় সংক্রমণ সংখ্যা ১০-এর কম! বাংলায় মৃত্যু হ্রাসে স্বস্তিকরোনায় ২০ বেশি আক্রান্ত ৩ জেলায়, ১২ জেলায় সংক্রমণ সংখ্যা ১০-এর কম! বাংলায় মৃত্যু হ্রাসে স্বস্তি

English summary
Mamata Banerjee calls Sharad Pawar over Nawab Malik arrest by ED in relation with Dawood Ibrahim
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X