For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজনেস সামিটে আমন্ত্রণ জানাতে মুকেশ আম্বানির বাড়িতে মমতা, আজ শিল্প বৈঠক

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আমন্ত্রণ জানাতে সরাসরি রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানির বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

  • By Dibyendu
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আমন্ত্রণ জানাতে সরাসরি রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানির বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুদফায় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

বিজনেস সামিটে আমন্ত্রণ জানাতে মুকেশ আম্বানির বাড়িতে মমতা

চতুর্থ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হতে চলেছে ১৬-১৭ জানুয়ারি। সেই সম্মেলনকে সফল করতে মুম্বই গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ছাড়াও দলে রয়েছেন অমিত মিত্র, অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন। মুখ্যসচিব মলয় দেসহ বেশ পাঁচ সচিবও মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন। দলে রয়েছেন, অর্থসচিব এইচকে দ্বিবেদী, শিল্প সচিব এস কিশোর এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প সচিব রাজীব সিনহা।
মঙ্গলবারের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল মুখ্যমন্ত্রী সরাসরি রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানির বাড়ি আন্তিলিয়ায় চলে যাওয়া। সেখানে তিনি প্রায় ৯০ মিনিট সময় ব্যয় করেন। মুকেশ আম্বানিকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী জানান, বিজনেস সামিটে তিনি থাকবেন। মুখ্যমন্ত্রী হিসেবে আম্বানিকে বাংলায় বিনিয়োগের আহ্বানও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আম্বানি রাজ্যে বিনিয়োগ করেছেন, আরও বিনিয়োগের আশ্বাস দিয়েছেন। ২০১৬-র বাণিজ্য সম্মেলনে অংশ নিয়েছিলেন মুকেশ আম্বানি।

সূত্রের খবর শাহরুখ খান মুখ্যমন্ত্রীকে ফোন করে বৃহস্পতিবার তাঁর বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ওই দিন শাহরুখের জন্মদিন। মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখের জন্মদিনের আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে।

বুধবার মুখ্যমন্ত্রী 'ইয়ং প্রেসিডেন্টস অর্গানাইজেশন'-এর যে অনুষ্ঠানে যোগ দেবেন, সেখানে শিল্পপতি সজ্জন জিন্দালও হাজির থাকবেন বলে জানা গিয়েছে। এই সমগঠনের সদস্যরা হলেন বিভিন্ন সংস্থার সিইও বা ম্যানেজিং ডিরেক্টর বা শিল্পপতি যাঁদের বয়স ৪৫ বছর বা তার কম। ব্যাঙ্কের প্রতিনিধিদের সঙ্গেও মুখ্যমন্ত্রীর কথা বলার সম্ভাবনা রয়েছে।

রাজ্যের পেট্রো রসায়ন শিল্প ছাড়াও, তাজপুর সমুদ্র বন্দর প্রকল্প, ফ্রেট করিডর এবং শিল্প করিডর গুলির আশপাশে শিল্প সম্ভাবনা নিয়েও কথা হওয়ার সম্ভাবনা রয়েছে।

English summary
Mamata Banerjee calls on Mukesh Ambani's House Antilia and invited him for Bengal Global Business Summit.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X