For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনিয়া সকাশে ফের বিরোধী-ঐক্যের বার্তা মমতার! জোটবদ্ধ হয়ে লড়াইয়ের ডাক

সোনিয়া সকাশে ফের বিরোধী-ঐক্যের বার্তা মমতার! জোটবদ্ধ হয়ে লড়াইয়ের ডাক

  • |
Google Oneindia Bengali News

২০১৯ লোকসভা নির্বাচনের আগে বিরোধীরা এক জোট হওয়ার চেষ্টা করেছিল। কিন্তু মোদী-ঝড়ে সেই একতা ছারখার হয়ে যায়। এক বছর পর করোনার আবহে ফের বিরোধীরা এক মঞ্চে আসার চেষ্টা করছেন। সেই লক্ষ্যেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বৈঠক করলেন বিজেপি-বিরোধী পাঁচ মুখ্যমন্ত্রীর সঙ্গে। এই বৈঠকে ফের একবার জোট-সংকল্প নিলেন বিরোধীরা।

মমতা-সহ পাঁচ মুখ্যমন্ত্রী সোনিয়ার বৈঠকে

মমতা-সহ পাঁচ মুখ্যমন্ত্রী সোনিয়ার বৈঠকে

মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেন, ক্যাপ্টেন অমরিন্দর সিং, অশোক গেহলটরা অংশ নিয়েছিলেন এই বৈঠকে। ২০১৯-এর পর কংগ্রেস সভানেত্রী ফের একবার বিরোধীদের ঐক্য গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিজেপি-বিরোধী মুখ্যমন্ত্রীদের বার্তা দিলেন। কথা শুনলেন তাঁদেরেও।

হেমন্ত সোরেন কেন্দ্রের বিরোধিতা প্রসঙ্গে

হেমন্ত সোরেন কেন্দ্রের বিরোধিতা প্রসঙ্গে

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন প্রথমেই স্বীকার করে নেন, আমরা বিরোধীরা সঠিকভাবে কেন্দ্রের বিরোধিতা করতে পারছি না। বিরোধীদের মধ্যে কোনও একতা নেই। বিরোধীরা দুর্বল তো বটেই, কিন্তু যা শক্তি রয়েছে, তা যদি ঐক্যবদ্ধ হওয়া যেত কেন্দ্রের বিরোধিতা করা যেত। কিন্তু সেই কাজে আমরা পুরোপুরি ব্যর্থ।

বিরোধীদের সবাইকে জোটবদ্ধ করতে হবে

বিরোধীদের সবাইকে জোটবদ্ধ করতে হবে

হেমন্ত সোরেনের কথা কার্যত স্বীকার করে নেন অন্য মুখ্যমন্ত্রীরা। মেনে নেন সোনিয়া গান্ধীও। এই বৈঠক থেকে তাই নতুন করে কেন্দ্র্রের বিরুদ্ধে এক সুরে আওয়াজ তোলার বার্তা দেন তিনি। বিরোধীদের সবাইকে জোটবদ্ধ করতে হবে। একযোগে কেন্দ্রের বিরোধিতায় সামিল হতে হবে। তা না হলে দেশ রক্ষা পাবে না।

করোনার আবহে দেশ সংকটে, বললেন উদ্ধব

করোনার আবহে দেশ সংকটে, বললেন উদ্ধব

উদ্ধব ঠাকরে বলেন, দেশ আজ সমস্যায় রয়েছে। করোনার আবহে দেশের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে, কর্মসংস্থান ঘোরতর সমস্যায়। নতুন সমস্যার জটাজাল শুরু হয়েছে নিট-জয়েন্ট নিয়ে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎও ঘোর বিপাকে। এই অবস্থায় কেন্দ্রের সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারছে না।

জোটবদ্ধ হয়ে লড়াইয়ের ডাক মমতার

জোটবদ্ধ হয়ে লড়াইয়ের ডাক মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের জোটবদ্ধ হয়ে লড়াইয়ের ডাক দেন। তিনি বলেন, নিট-জয়েন্টে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। কীভাবে পরীক্ষা হবে, আমরা পরীক্ষা স্থগিতের আবেদন জানাচ্ছি। কেন্দ্রের হাতে বিকল্প ছিল, আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলাম। কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।

একসঙ্গে সুপ্রিম কোর্টে যাওয়ার বার্তা

একসঙ্গে সুপ্রিম কোর্টে যাওয়ার বার্তা

এদিন সোনিয়া গান্ধীর উদ্যোগে বৈঠকে মমতা বলেন, সমস্ত মুখ্যমন্ত্রীরা এগিয়ে আসুন। তিনি একসঙ্গে সুপ্রিম কোর্টে যাওয়ার বার্তাও দেন। মমতা বলেন, বিরোধীদের একজোট হতে হবে। আদালতের শরণাপন্ন হতে হবে। প্রধানমন্ত্রী কোনও উদ্যোগ নেননি। তিনি আইনজীবীদের সঙ্গেও কোনও আলোচনা করেননি।

আরবিআইকে ঢাল করে থাকলে হবে না, লোন মোরাটোরিয়াম স্কিম নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা শীর্ষ আদালতেরআরবিআইকে ঢাল করে থাকলে হবে না, লোন মোরাটোরিয়াম স্কিম নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

English summary
Mamata Banerjee calls for opposition unity against Narendra Modi government.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X