For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাস-স্কুটারের কারখানা তৈরি করুন, কেন্দ্রীয়মন্ত্রীকে মমতা! দিলেন কলকাতায় থ্রি টিয়ার রাস্তার প্রস্তাবও

একাধিক রাস্তা তৈরির সুপারিশ নিয়ে কেন্দ্রীয় সড়ক এবং পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ীর সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই এই বিষয়ে আলোচনা চেয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সময় চেয়ে নেন তিনি। আর সেই সময় পাওয়ার পরেই নিতিন গডক

  • |
Google Oneindia Bengali News

একাধিক রাস্তা তৈরির সুপারিশ নিয়ে কেন্দ্রীয় সড়ক এবং পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ীর সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই এই বিষয়ে আলোচনা চেয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সময় চেয়ে নেন তিনি। আর সেই সময় পাওয়ার পরেই নিতিন গডকড়ী সঙ্গে বৈঠক করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। প্রায় দীর্ঘক্ষণ এই বৈঠক হয়। বৈঠকে পশ্চিমবঙ্গের জন্যে একাধিক রাস্তা প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানা গিয়েছে।

নিতিনকে বললেন মমতা

যদিও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধায়। সেখানে তিনি বলেন, রাজ্যে ইলেকট্রিক গাড়ি তৈরি কারখানা তৈরি করার জন্যে আবেদন করেছি। বিশেষ করে বাস, অটো, স্কূটার তৈরি করার জন্যে কেন্দ্রের কাছে আবেদন জানানো হিয়েছে বলে জানান মমতা।

একই সঙ্গে সাংবাদিকদের কাছে তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ সীমান্ত রয়েছে বাংলাদেশ, ভুটানের। এছাড়াও উত্তর-পূর্বের একাধিক রাজ্যের সঙ্গেও যোগাযোগ রয়েছে। এই অবস্থায় কেন্দ্রীয় সড়ক মন্ত্রীর কাছে ভালো রাস্তা তৈরির উপর জোর দেওয়া হয়।

শুধু তাই নয়, কলকাতায় থ্রি টিয়ার রাস্তার প্রস্তাবও কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দেওয়া হিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও দীঘা বারাসাত , বারাসাত বনগাঁ নতুন রাস্তা তৈরির প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রীর কাছে রাখা হয়েছে। পাশাপাশি নলহাটি থেকে মুরারই, শিলিগুড়ি থেকে রংপো রাস্তা নিয়েও নিতিন গডকড়ীর সঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের দীর্ঘক্ষণ কথা হিয়েছে বলে জানা গিয়েছে।

বিষয়গুলি খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে নিতিন তাঁকে কথা দিয়েছেন বলে দাবি মমতার। তবে এই বিষয়ে চূড়ান্ত করতে বিস্তারিত আরও কিছু তথ্য চাওয়া হয়েছে, সেগুলি মুখ্যসচিব দিয়ে দেবেন বলে জানিয়েছেন মমতা।

অন্যদিকে, আগামী লোকসভা ভোটকে পাখির চোখ করে এগিয়ে যাচ্ছেন দিদি। এই পরিস্থিতিতে তাঁর দিল্লি সফর রীতিমতো তাৎপর্যবাহী। সেখানে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও একাধিক হেভিওয়েট ব্যক্তিত্বের সঙ্গে বৈঠকের শিডিউল রয়েছে মমতার।

সেই জায়গা থেকে, এদিন বিকেলে হাইভোল্টেজ পর পর বৈঠক রয়েছে মমতার। মমতা বৈঠক করবেন ডিএমকে নেত্রী কানিমোঝির সঙ্গে। বিরোধী ঐক্যে আরও জোয়ার আনতে বাংলার অগ্নিকন্যার এই বৈঠকগুলি বেশ তাৎপর্যবাহী বলে মনে করছেন অনেকেই।

এদিন বিকেল ৪ টে নাগাদ ডিএমকে নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কানিমোঝির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মমতার। ৫ টা নাগাদ চলচ্চিত্র ব্যক্তিত্ব শাবানা আজমি ও জাভেদ আখতারের সঙ্গে দেখা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

মূলত, রাজনীতির আঙিনার বাইরে মমতার এই পর পর বৈঠক ঘিরে রীতিমতো তোলপাড় দিল্লি। রাজনীতির বাইরে জাভেদ ও শাবানার সঙ্গে মমতার বৈঠক তৃণমূলের রাজনীতিতে কতটা তাৎপর্যবাহী, তা নিয়ে রয়েছে জল্পনা।

English summary
Mamata Banerjee asks Nitin Gadkari to make bus-scooter factory, proposes for 3 tier road in kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X