For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্য ত্রিপুরা! জানুয়ারিতে মমতা-অভিষেকের সফর, জল্পনা নতুন জোট নিয়ে

প্রচার শুরু হয়ে গেলেও এখনও ত্রিপুরা ও মেঘালয়ে নির্বাচনের দিন ঘোষণা হয়নি। তবে সেদিকে লক্ষ্য রেখেই পরিকল্পনা করছে বিভিন্ন রাজনৈতিক দল। জানুয়ারির তৃতীয় সপ্তাহে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন মেঘালয় সফর করবেন, ঠিক তিন

  • |
Google Oneindia Bengali News

প্রচার শুরু হয়ে গেলেও এখনও ত্রিপুরা ও মেঘালয়ে নির্বাচনের দিন ঘোষণা হয়নি। তবে সেদিকে লক্ষ্য রেখেই পরিকল্পনা করছে বিভিন্ন রাজনৈতিক দল। জানুয়ারির তৃতীয় সপ্তাহে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন মেঘালয় সফর করবেন, ঠিক তিনি ও মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফর করবেন বলে সূত্রের খবর।

মেঘালয়ে যাচ্ছেন মমতা

মেঘালয়ে যাচ্ছেন মমতা

১৭ জানুয়ারি মেঘালয় সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ভোটের ঠিক মুখে দলের পরিস্থিতি পর্যালোচনা করতে চলেছেন তিনি। সেখানে তাঁর কর্মসূচি রয়েছে ১৯ জানুয়ারি পর্যন্ত। বেশ কয়েকজন কংগ্রেস বিধায়কের তৃণমূলে যোগদানে এখনও পর্যন্ত সেখানকার বিরোধী দল তৃণমূল। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মেঘালয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানকার মানুষের মন জয় করতে অভিষেক বলেছিলেন, দিল্লি কিংবা গুয়াহাটির সামনে মাথা নত করবে না মেঘালয়। তিনি আরও বলেছিলেন, তৃণমূল মেঘালয়ে জিতলে সেখানকার স্থায়ী বাসিন্দারাই রাজ্য শাসন করবে।

ত্রিপুরা সফরে মমতা-অভিষেক

ত্রিপুরা সফরে মমতা-অভিষেক

মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয় সফর শেষ করে ত্রিপুরায় যেতে পারেন বলে সূত্রের খবর। তাঁর সফরসঙ্গী হতে পারেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের সফর হতে পারে দু থেকে তিন দিনের। করতে পারেন সভা। এখনও পর্যন্ত নির্বাচনের দিন ঘোষণা না হলেও ধরে নেওয়া হচ্ছে ফেব্রুয়ারিতে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে মমতা-অভিষেকের ত্রিপুরা সফর যথেষ্টই গুরুত্বপূর্ণ।

ত্রিপুরায় চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা

ত্রিপুরায় চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা

এবার ত্রিপুরায় ত্রিমুখী কিংবা চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। একদিক শাসক বিজেপি, অন্যদিকে রয়েছে বাম-কংগ্রেসের জোট। সেখানে তৃণমূল তৃতীয়পক্ষ হতে পারে। তবে তৃণমূল অন্য কারও সঙ্গে জোট করবে কিনা তা অবশ্য জানা যায়নি। তবে ত্রিপুরায় দলের ভিত্তি জোরদার করতে পূর্ণাঙ্গ রাজ্য কমিটি এবং ব্লক কমিটি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি সেখানে তৃণমূলের রাজ্য সভাপতি করা হয়েছে পীযূষকান্তি বিশ্বাসকে। ত্রিপুরায় তৃণমূলের নির্বাচনী কমিটিতে রয়েছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং আশিসলাল সিনহার মতো নেতারা।

 ত্রিপুরায় কি নতুন জোট

ত্রিপুরায় কি নতুন জোট

নির্বাচন সামনে আসতেই ত্রিপুরায় নতুন জোট ঘিরে জল্পনা তৈরি হয়েছে। একদিকে যেমন ত্রিপুরায় আইপিএফটি বিজেপির জোট সঙ্গী থাকবে কিনা তা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, আবার তারা তিপ্রামোথার সঙ্গে জোট তৈরি করে কিনা তা নিয়েও রয়েছে জল্পনা। কেননা তিপ্রামোথার প্রধান প্রদ্যোত কিশোর মাণিক্য আইপিএফটিকে তিপ্রামোথায় মিশে যাওয়ার প্রস্তাব দিয়েছেন। গত বেশ কয়েক মাসে সুদীপ দেব বর্মন এবং আশিস দাসের মতো বিধায়ক যেমন বিজেপি ছেড়েছেন, ঠিক তেমনই আইপিএফটি ছেড়ে একাধিক বিধায়ক তিপ্রামোথায় যোগ দিয়েছেন। ত্রিপুরায় স্বশাসিত পর্ষদের ভোটে প্রদ্যোত কিশোর মাণিক্যের দল তাক লাগানো ফল করেছে। অন্যদিকে কার্যত অস্তিত্বের সংকটে পড়েছে আইপিএফটি। সেই কারণে ভোটের আগে দুই-দলের সংযুক্তিকরণ কিংবা জোট হলেও হতে পারে বলেও মনে করছেন সেখানকার রাজনৈতিক মহলের বড় অংশ।

আরও এক দুর্নীতি ফাঁস এই মাসেই! পঞ্চায়েতের লক্ষ্যে দলীয় কর্মীদের লড়াইয়ের পথ ঠিক করে দিলেন শুভেন্দু অধিকারীআরও এক দুর্নীতি ফাঁস এই মাসেই! পঞ্চায়েতের লক্ষ্যে দলীয় কর্মীদের লড়াইয়ের পথ ঠিক করে দিলেন শুভেন্দু অধিকারী

English summary
Mamata Banerjee and Abhishek Banerjee may go to Tripura in January before assembly election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X