For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি যেখানেই ক্ষমতায় সেখানেই শাহিনবাগের মতো আন্দোলন, আইনশৃঙ্খলা নিয়ে কটাক্ষ উদ্ধব ঠাকরের

বিজেপি যেখানেই ক্ষমতায় সেখানেই শাহিনবাগের মতো আন্দোলন, আইনশৃঙ্খলা নিয়ে কটাক্ষ উদ্ধব ঠাকরের

  • |
Google Oneindia Bengali News

দেশের বিভিন্ন জায়গায় সিএএ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ার ঘটনায় বিজেপিকে আক্রমণ করলেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। নিজের রাজ্যে মহিলাদের নিরাপত্তা ও মহিলাদের ওপর আক্রমণ নিয়ে দাবি করার পাশাপাশি প্রাক্তন সহযোগী দলকে বিজেপি শাসিত রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে আক্রমণ করেছেন। তিনি বলেন, যাঁরা তাঁর রাজ্য সম্পর্কে কথা বলছেন, তাঁদের উচিত নিজেদের রাজ্য নিয়ে কথা বলা।

মহিলাদের ওপর হামলার নিন্দা

মহিলাদের ওপর হামলার নিন্দা

মহিলাদের ওপর হওয়া যেকোনও হামলাই নিন্দাজনক। ফলে দেখতে হবে এই দরনের ঘটনা যেন না ঘটে। বলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

 বিজেপিকে আক্রমণ

বিজেপিকে আক্রমণ

বিজেপিকে পাল্টা আক্রমণ করতে গিয়ে উদ্ধব ঠাকরে বলেন, বিজেপিকে আগে দেখতে হবে তাদের শাসিত রাজ্যগুলির পরিস্থিতি কী। যেসব জায়গায় বিজেপি ক্ষমতায় রয়েছে, তা সে উত্তরপ্রদেশই হোক কিংবা অন্য কোথাও, সেখানেই শাহিনবাগের মতো আন্দোলন হচ্ছে। উত্তর প্রদেশে সিএএ-রএ বিরোধিতা নিয়ে হওয়া গোষ্ঠী সংঘর্ষের কথাও তিনি উল্লেখ করেন।

মহারাষ্ট্রে হয়নি গোষ্ঠী সংঘর্ষ

মহারাষ্ট্রে হয়নি গোষ্ঠী সংঘর্ষ

নিজের রাজ্যের কথা উল্লেখ করে উদ্ধব ঠাকরে বলেন, মহারাষ্ট্রে কোনও গোষ্ঠী সংঘর্ষ হয়নি। তিনি বলেন, সেখানে আদর্শগত ভাবে বিরোধী কংগ্রেস ও এনসিপির সঙ্গে সরকার করছেন তারা। বিজেপিকে আক্রমণ করতে গিয়ে উদ্ধব ঠাকরের মুখে উঠে এসেছে গতমাসে দিল্লির জেএনইউ-এর ঘটনাও।

দিল্লির জাফরাবাদ ও আলিগড়ে সংঘর্ষ

দিল্লির জাফরাবাদ ও আলিগড়ে সংঘর্ষ

এদিনও উত্তেজনা রয়েছে দিল্লির জাফরাবাদে। রবিবার সেখানে সিএএ সমর্থনকারীদের সঙ্গে সিএএ বিরোধীদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশ বিষয়টি নিয়ন্ত্রণে আনলেও বিক্ষোভকারীরা রাস্তা আটকে রাখায় বিজেপি নেতা কপিল মিশ্রা হুঁশিয়ারি দেন, তিনদিনের মধ্যে পুলিশকে বিক্ষোভ তুলে দিতে হবে। অন্যদিকে উত্তরপ্রদেশের আলিগড়ে সংঘর্ষের জেরে ইন্টারনেট বন্দ করে দেওয়া হয়। এখনও পর্যন্ত সিএএ বিরোধী আন্দোলন হিংসার রূপ নেওয়ায় উত্তর প্রদেশে কমপক্ষে ২০ জন এবং অসমে ৫ জনের মৃত্যু হয়েছে। দুই রাজ্যেই ক্ষমতায় রয়েছে বিজেপি।

পুরভোটে মোকাবিলায় তৃণমূলের 'পথ'ই পছন্দ বিজেপির, নেওয়া হল চূড়ান্ত সিদ্ধান্তপুরভোটে মোকাবিলায় তৃণমূলের 'পথ'ই পছন্দ বিজেপির, নেওয়া হল চূড়ান্ত সিদ্ধান্ত

English summary
Mamarashtra CM Uddhav Thackeray is lashed out at BJP led centre for Shaheen Bagh like protest. He also took aim at BJP over last month's attack on students at JNU.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X