For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআই কর্তার অপসারণ নিয়ে সুপ্রিমকোর্টে কংগ্রেস নেতা খাড়গে

সিবিআই কর্তা অলোক বর্মার অপসারণ একেবারে অবৈধ। এই ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। এই বিষয়ে সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

সিবিআই কর্তা অলোক বর্মার অপসারণ একেবারে অবৈধ। এই ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। এই বিষয়ে সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

সিবিআই কর্তার অপসারণ নিয়ে সুপ্রিমকোর্টে কংগ্রেস নেতা খাড়গে

সিবিআই কর্তাকে রাজনৈতিক উদ্দেশ্যে সরানো হয়েছে। তাকে সরানোর আগে নির্বাচক কমিটির অনুমোদন প্রয়োজন ছিল। খাড়গে সেই কমিটির অন্যতম সদস্য। এছাড়া রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাঁরাই অলোক বর্মাকে নিযুক্ত করেন। অথচ তাঁদের কিছু না জানিয়ে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন।

ঘটনা হল, এর আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সিবিআই কর্তার অপসারণ নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে তোপ দাগেন। দাবি করেন, রাত ২টোর সময় অন্যায়ভাবে কোনও সুযোগ না দিয়ে অলোক বর্মাকে সরানো হয়।

রাহুলের দাবি, রাফালে নিয়ে গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করছিলেন অলোক বর্মা, যাতে সমস্যায় পড়তে পারতেন মোদী। তা জানতে পেরে প্রধানমন্ত্রী তাঁকে সরিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, সিবিআইয়ের প্রধান অলোক বর্মা ও ডেপুটি ডিরেক্টর রাকেশ আস্থানা একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। দুজনকেই কেন্দ্র সরিয়ে দিয়েছে। নিরপেক্ষ তদন্ত চলানোর স্বার্থেই এই পদক্ষেপ বলে কেন্দ্র দাবি করেছে। তবে বিরোধী শিবির তা মানতে রাজি নয়।

English summary
Mallikarjun Kharge moves SC against Centre's move of sending CBI director on leave, terms it 'illegal'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X