For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২৪-এ দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী? 'জল্পনার' উত্তর কংগ্রেস সভাপতি নির্বাচনে জয়ের ব্যাপারে নিশ্চিত খারগের

কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রার্থী মল্লিকার্জুন খারগে। তাঁর বিরুদ্ধে শশী তারুর প্রার্থী হলেও ১৭ অক্টোবরের নির্বাচনে জয় নিয়ে কার্যত নিশ্চিত খারগে। বিভিন্ন প্রদেশে গিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করছেন। সেই সময় উড়ে আসছে ন

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রার্থী মল্লিকার্জুন খারগে। তাঁর বিরুদ্ধে শশী তারুর প্রার্থী হলেও ১৭ অক্টোবরের নির্বাচনে জয় নিয়ে কার্যত নিশ্চিত খারগে। বিভিন্ন প্রদেশে গিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করছেন। সেই সময় উড়ে আসছে নানা প্রশ্ন। সেরকমই এক প্রশ্ন হল ২০২৪-এর লোকসভা নির্বাচনে তিনিই কি দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। এব্যাপারে তাঁর উত্তর, যখন সামনে আসবে, তিনি ব্রিজ পার হয়ে যাবেন।

২০২৪-এর প্রধানমন্ত্রী পদপ্রার্থী কি তিনিই

মধ্যপ্রদেশে প্রচারে গেলে, কংগ্রেসের সম্ভাব্য পরবর্তী সভাপতির উদ্দেশে প্রশ্ন উড়ে আসে, যখন ২০২৪-এর নির্বাচন আসবে, কখন কি তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থী হবেন? এব্যাপারে খারগের উত্তর এব্যাপারে উত্তর দেওয়া খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
খারগে আরও বলেছেন, আগে এই নির্বাচনের (কংগ্রেসের সভাপতি নির্বাচন) মোকাবিলা। এব্যাপারে তিনি প্রবাদের কথা টেনে আনেন। বকরিদ মে বাঁচেঙ্গে তো মহরম মে নাচেঙ্গে। যার অর্থ হল বকরিজে বাঁচলে মহরমের সময় নাচবে। অর্থাৎ আগে এই ভোট শেষ হতে দাও, তারপর দেখা যাবে।

খারগের জয় প্রায় নিশ্চিত

খারগের জয় প্রায় নিশ্চিত

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মল্লিকার্জুন খারগের জয় প্রায় নিশ্চিত। তা হলে ২০ বছরের বেশি সময় পরে গান্ধীদের বাদ দিতে কোনও ব্যক্তি কংগ্রেস সভাপতি পদে বসবেন।
গান্ধী পরিবার এবং তাঁদের ঘনিষ্ঠ নেতারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না চাওয়ায় ৮০ বছর বয়সী এই নেতা লড়াইয়ে সামিল হয়েছেন। তবে খারগে কিংবা অন্য কেউ তাদের অফিসিয়াল প্রার্থী নয় বলেও জানিয়ে দিয়েছে কংগ্রেস।

খারগের পক্ষে ভিড় বেশি

খারগের পক্ষে ভিড় বেশি

কংগ্রেস সভাপতি পদে খারগের বিরুদ্ধে প্রার্থী শশী তারুর। দুই প্রার্থীই কংগ্রেসের প্রতিনিধিদের ভোট পাওয়ার জন্য রাজ্যে রাজ্যে ভ্রমণ করছেন। তবে খারগের পক্ষেই সমর্থন বেশি, কেননা তাঁর পক্ষেই বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
তবে শশী তারুর রবিবার মুম্বইয়ে বলেছেন, বেশ কিছু নেতা বলেছেন, খারগে সমর্থনের জন্য তাঁরা চাপে মধ্যে রয়েছেন।

নিরপেক্ষ গান্ধী পরিবার

এখনও পর্যন্ত গান্ধী পরিবারের তরফে প্রকাশ্যে কেউই কারও পক্ষ নেননি কিংবা নিতে দেখা যায়নি। শশী তারুর অবশ্য বলেছেন, গান্ধী পরিবার এবং কংগ্রেসের চিফ ইলেকশন অফিসার মধুসূদন মিস্ত্রি বলেছেন, এই নির্বাচনে কোনও অফিসিয়াল প্রার্থী নেই। গান্ধী পরিবার কংগ্রেসের সভাপতি নির্বাচনে পুরোপুরি নিরপেক্ষ।

দশ বছর আগেকার AADHAAR-এর নথি কি ঠিক আছে? বিশেষ নির্দেশিকা জারি করল UIDAIদশ বছর আগেকার AADHAAR-এর নথি কি ঠিক আছে? বিশেষ নির্দেশিকা জারি করল UIDAI

English summary
Mallikarjun Kharge is confident of winning Congress presidential election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X