For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয় অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন! সোনিয়া অনুগত খাড়গের এই রেকর্ডের বিষয়ে জানেন?

জয় অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন! সোনিয়া অনুগত খার্গের এই রেকর্ডের বিষয়ে জানেন?

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের আগে নতুন সভাপতি পেল কংগ্রেস। গত ২৪ বছরে প্রথম গান্ধী পরিবারের বাইরে কেউ রাশ ধরতে চলেছেন দলে। তবে ঐতিহাসিক এই ভোটে বিপুল ভোটে জয় পেলেন মল্লিকার্জুন খার্গে। শশী থারুরকে বিপুল ভোটে হারিয়েছেন সোনিয়া অনুগত খার্গে। তবে তাঁর কাছে জেতাটা যেন অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। আর সেই ধারা অব্যাহত রেখেই এবার সভাপতি নির্বাচনেও জয়জয়কার লোকসভার নেতার। ইতিমধ্য্যে মল্লিকার্জুন খার্গের কাছে পরাজয় মেনে নিয়েছেন শশী থারুর।

১২ বার নির্বাচনে লড়াই করেছেন খার্গে

১২ বার নির্বাচনে লড়াই করেছেন খার্গে

নির্বাচনে জয় খার্গের জন্যে নতুন নয়। বিধানসভা এবং লোকসভা মিলিয়ে পরপর ১২ বার নির্বাচনে লড়াই করেছেন খার্গে। শুধুমাত্র ২০১৯ সালে পরাজিত হয়েছিলেন তিনি । পর পর আট বার কর্নাটক বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস তৈরি করেছিলেন। তাঁর আরও একটি রেকর্ড হল চিতাপুর বিধানসভা নির্বাচন কেন্দ্র থেকে একটানা নয়বার জয়ী হয়েছেন তিনি। দলিত নেতা হিসাবে দ্বিতীয় তিনিই যিনি কংগ্রেসের শীর্ষ এই দায়িত্ব পেলেন। এর আগে দলিত নেতা হিসাবে এই দায়িত্বে ছিলেন যগজীবন রাম।

২১ জুলাই বিদারে জন্ম

২১ জুলাই বিদারে জন্ম

১৯৪২ সালের ২১ জুলাই বিদারে জন্ম খার্গে। ১৯৬৯ সালে তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন। ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে তিনি রাজ্যসভার সদস্য পদে রয়েছেন। শুধু তাই নয়, ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে ২০২২ এর ১ অক্টোবর পর্যন্ত তিনি রাজ্যসভার বিরোধী দলনেতার পদ সামলেছেন। ২০১৪ সাল থেকে ২০১৯ পর্যন্ত লোকসভাতে কংগ্রেসের দলনেতা হিসাবে তাঁর দায়িত্ব সামলেছেন। এর আগে মনমোহন সিং সরকারের মন্ত্রিসভাতে রেলমন্ত্রী এবং শ্রমমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন খার্গে।

আইন নিয়ে পড়াশুনা

আইন নিয়ে পড়াশুনা

আইন নিয়ে পড়াশুনা করেছেন খার্গে। জুনিয়ার আইনজীবী হিসাবে শ্রমিক ইউনিউনের অনেক মামলা জিতেছেন একটা সময়ে। পরে তিনি শ্রমিক ইউনিয়নের নেতা হয়ে ওঠেন। এরপর ১৯৬৯ সালে কংগ্রেসের বিশেষ দায়িত্ন পান। ১৯৭২ সালে প্রথম বিধানসভা নির্বাচনে লড়াই করেন। বিভিন্ন কমিটিতে ছিলেন খার্গে। সেগুলি দায়িত্ব নিয়ে সামলেছেন। অন্যদিকে কর্নাটকের উন্নয়নে একাধিক কাজ করেছেন সোনিয়া-রাহুল অনুগত। ১৯৭৬ সালে ওই রাজ্যে প্রাথমিক শিক্ষা দফতরের দায়িত্বে ছিলেন তিনি। খার্গের আমলে সংরক্ষিত শূন্যপদে ১৬ হাজার চাকরি হয়েছিল। পরে গ্রাম উন্নয়ন, পঞ্চায়েত রাজ সহ দফতরের দায়িত্ব সামলেছেন খার্গে, প্রাক্তন মুখ্যমন্ত্রী গুন্ডুরাওয়ের মন্ত্রিসভাতে ছিলেন খার্গে।

স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন

স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন

পরে বিরাপামৌলির আমলে বড় শিল্প এবং একাধিক দফতর সামলান কংগ্রেস নেতা। এমনকি এসএম কৃষ্ণার আমলে স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন খার্গে। এবার সোনিয়ার হাত থেকে কংগ্রেসের ব্যাটন গেল তাঁর হাতে।

কংগ্রেসের নতুন সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়গে, পরাজয় স্বীকার শশী থারুরেরকংগ্রেসের নতুন সভাপতি হলেন মল্লিকার্জুন খাড়গে, পরাজয় স্বীকার শশী থারুরের

English summary
Mallikarjun kharge has records of winning, he has record of winning many assembly or loksabha seats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X