For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকপালের বৈঠকে কংগ্রেসকে আমন্ত্রণ মোদীর, পত্রপাঠ 'না' খাড়গেদের

লোকসভায় কংগ্রেসের নেতৃত্ব দেওয়া মল্লিকার্জুন খাড়গে লিখিত চিঠি দিয়ে লোকপালের বৈঠকে না থাকার কথা জানিয়ে দিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

লোকসভায় কংগ্রেসের নেতৃত্ব দেওয়া মল্লিকার্জুন খাড়গে লিখিত চিঠি দিয়ে লোকপালের বৈঠকে না থাকার কথা জানিয়ে দিয়েছেন। বিশেষ অতিথি হিসাবে খাড়গেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এদিন লোকপালের বৈঠক হওয়ার কথা রয়েছে।

লোকপালের বৈঠকে কংগ্রেসকে আমন্ত্রণ মোদীর, পত্রপাঠ না খাড়গেদের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে খাড়গে জানিয়েছেন, বিশেষ অতিথি হিসাবে বৈঠকে ডেকে লোকপালের নির্বাচনে বিরোধী কণ্ঠস্বরকে চেপে দিতে চাইছে সরকার।

লোকপালের নিয়মানুযায়ী লোকসভায় বিরোধী দলনেতা লোকপালের নির্বাচন কমিটির সদস্য হতে পারেন। খাড়গে বিরোধী দলনেতা নন। তাই তাঁকে বিশেষ অতিথি হিসাবে সরকার আমন্ত্রণ জানিয়েছে। যা নিয়েই খাড়গে প্রতিক্রিয়া জানিয়েছেন।

তাঁর মতে, বিশেষ অতিথি হিসাবে কোনও যোগদান ছাড়াই থাকার কথা বৈঠকে থেকে কোনও লাভ নেই। বিরোধীদের নামমাত্র যোগদান দেখিয়ে নিজেরাই নির্বাচন করে সকলের আইওয়াশ করতে চাইছে মোদী সরকার।

সেজন্যই তিনি আমন্ত্রণ ফেরত পাঠিয়েছেন বলে খাড়গে জানিয়েছেন। বর্তমান সরকারের আমলে লোকপাল বিল ২০১৩ কতদূর সঠিকভাবে কার্যকর হয় তা নিয়েও খাড়গে সহ কংগ্রেস সন্দেহ প্রকাশ করেছে।

English summary
Congress leader Mallikarjun Kharge declines Modi govt's offer to attend Lokpal meeting as special invitee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X