For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মালেগাঁও বিস্ফোরণকাণ্ডে কিছুটা স্বস্তি সাধ্বী প্রজ্ঞা, কর্নেল পুরোহিতের, যা জানাল আদালত

মহারাষ্ট্রের নাসিকের মালেগাঁওতে বিস্ফোরেণকাণ্ডে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা ও কর্নেল পুরহিত সহ বাকি ২জনকে বড়সড় স্বস্তি দিল আদালত ।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের নাসিকের মালেগাঁওতে বিস্ফোরেণকাণ্ডে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা ও কর্নেল পুরহিত সহ বাকি ২জনকে বড়সড় স্বস্তি দিল আদালত । এরপর, এদের গ্রেফতারির পর জামিনে মুক্তিও হয়। তবে বুধবার জাতীয় তদন্তকারী এজেন্সি বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির আদালত, এদের ওপর থেকে এমসিওসিএ -এর আওতায় বিভিন্ন ধারায় দায়র হওয়া অভিযোগের মামলাগুলি তুলে নেয়। উল্লেখ্য, এই অভিযুক্তরা অভিনব ভারত নামের কট্টর হিন্দু সংগঠনরে সদস্য বলে আদালতে দাবি করেন বিপক্ষের আইনজীবী।

মালেগাঁও বিস্ফোরণকাণ্ডে কিছুটা স্বস্তি সাধ্বী প্রজ্ঞা, কর্নেল পুরোহিতের, যা জানাল আদালত

সাধ্বী প্রজ্ঞা , লেফনেন্ট কর্নেল পুরোহিত সহ বাকি ২ জনের বিরুদ্ধে অবশ্য এমসিওসি ধারাতে অভিযোগ তুলে নেওয়া হলেও , ইউএপিঅ আর আইপিসি-র কয়েকটি ধারায় যে মামলাগুলি রয়েছে , তা একইভাবে লাগু থাকবে। সমস্ত অভিযুক্তরাই যদিও আপাতত জামিনে মুক্ত। আদালত বুধবার জানিয়েছে তাঁর আপাতত মুক্তই থাকবে। তাদের পুরনো বন্ড ও সিওরিটিও একইভাবে লাগু থাকবে।

এদিকে, মালেগাঁও বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত আরও ৩ জনের ওপর থেকে সমস্ত মামলা সরিয়ে নেয়।

প্রসঙ্গত ২০০১৮ সালের ২৯ সেপ্টেম্বর নাসিকের মালেগাঁওতে একটি মোচরসাইকেলে রাখা বোমা বিস্ফোরণের ঘটনায় মারা যান ৬ জন। আহত হন ১০০ জন। ঘটনায় সাধ্বী প্রজ্ঞা, কর্নেল পুরহিত গ্রেফতার হয়। তাদের ওপর ষড়যন্ত্রের অভিযোগ ছিল। এরপর এবছর এপ্রিল মাসে সাধ্বী প্রজ্ঞা জামিনে ছাডা় পান,আর তারপর কর্নেল পুরোহিত সুপ্রিমকোর্টের নির্দেশে মুক্তি পান জামিনে।

English summary
A special NIA court in Bombay on Wednesday dropped all charges under MCOCA against Sadhvi Pragya, Lt Colonel Purohit and two others in the 2008 Malegaon blast case. Both Sadhvi Pragya and Purohit, how
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X