For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যপ্রদেশে ফের কনস্টেবল নিয়োগে বিতর্ক! দেখুন মহিলা কনস্টেবলদের কীভাবে ডাক্তারি পরীক্ষা হয়

ফের পুলিশ কনস্টেবল নিয়োগের ডাক্তারি পরীক্ষাকে কেন্দ্র করে মুখ পুড়ল বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের।

  • By Amartya Lahiri
  • |
Google Oneindia Bengali News

ফের পুলিশ কনস্টেবল নিয়োগের ডাক্তারি পরীক্ষাকে কেন্দ্র করে মুখ পুড়ল বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের। এক ফাঁস হওয়া ভিডিওতে দেখা গিয়েছে এক পুরুষ ডাক্তারই মহিলা কনস্টেবল পদপ্রার্থীর শারীরিক পরীক্ষা করছেন। শুধু তাই নয়, সেসময় সেই ঘরে উপস্থিত অন্যান্য পুরুষ প্রার্থীরাও। ডাক্তারি পরীক্ষার জন্য় তাদের শরীরে তখন রয়েছে কেবলমাত্র অন্তর্বাস!
মধ্যপ্রদেশের ভিন্ড জেলার ওই ঘটনার ভিডিও বুধবার ছড়িয়ে যায় সোশাল মিডিয়ায়। শুরু হয় বিতর্ক।

মধ্য়প্রদেশে ফের কনস্টেবল নিয়োগে বিতর্ক! দেখুন মহিলা কনস্টেবলদের কীভাবে ডাক্তারি পরীক্ষা করে এই বিজেপ

[আরও পডুন: বেহাল কর্মসংস্থান! মুম্বইতে কনস্টেবলের চাকরি পেতে কী না কী করছেন ডাক্তার-ইঞ্জিনিয়াররা][আরও পডুন: বেহাল কর্মসংস্থান! মুম্বইতে কনস্টেবলের চাকরি পেতে কী না কী করছেন ডাক্তার-ইঞ্জিনিয়াররা]

তড়িঘড়ি ব্যবস্থা নেয় জেলা প্রশাসন। ভিন্ড জেলা হাসপাতালের শল্য়চিকিৎসক ডাঃ অজিত মিশ্র জানান, 'এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই পাঁচ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ডাঃ ডি সি জৈন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে তিনদিনের মধ্যে রিপোর্ট পেশ করবেন'। তবে ঘটনায় গাফিলতির অভিযোগ তিনি মানতে চাননি। বলেন, 'একজন মহিলা ডাক্তারও দায়িত্বে ছিলেন। পাশাপাশি মহিলা কনস্টেবলদের মেডিকাল পরীক্ষার জন্য় প্রয়োজনীয় সব ব্যবস্থাই ছিল।'

জানা গিয়েছে ভিন্ড জেলায় ২১৭ জন কনস্টেবলের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কতজন মহিলা ছিলেন তা অবশ্য বলে হয়নি। চম্বল রেঞ্জের আইজিপি সন্তোষ সিং বলেন, 'এটা কোনওভাবে মেনে নেওয়া যায় না। একজন মহিলাকে একজন মহিলা ডাক্তার পরীক্ষা করবেন, এটা একেবারে গোড়ার কথা। আমরা তদন্ত করে অবশ্যই দোষীদের শাস্তি দেব।'

মঙ্গলবারের এই ঘটনার মাত্র দুদিন আগেই এই ডাক্তারি পরীক্ষা ঘিরেই মধ্যপ্রদেশের ধার জেলায় অন্য বিতর্ক হয়েছিল। সেখানে হবু কনস্টেবল বুকে দেগে দেওয়া হয়েছিল এসসি, এসটি, ওবিসি-র মতো জাত পরিচায়ক শব্দ।
সোমবারই সেই ঘটনায় এক পুলিশ ইন্সপেক্টর এবং এক সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি শোকজ নোটিস জারি হয়েছে ওই মেডিকাল বোর্ডের প্রধান শল্য় চিকিৎসক সুশীল কুমার খাড়ের নামে। সেই ঘটনার দের মিটতে না মিটতেই আবার বিতর্কে মধ্যপ্রদেশ।

English summary
In Madhya Pradesh's Vind district male doctors examines female constables in front of male constables.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X