For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের আমন্ত্রণ প্রত্যাখ্যান মালদ্বীপের! বিস্তারিত জানালেন এদেশের নৌসেনা প্রধান

যৌথ সেনা মহড়াতে যোগ দেওয়ার জন্য মালদ্বীপকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। একবাছর বাদে দিয়ে এই সেনা মহড়ার আয়োজন হয়ে থাকে।

  • |
Google Oneindia Bengali News

যৌথ সেনা মহড়াতে যোগ দেওয়ার জন্য মালদ্বীপকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। একবাছর বাদে দিয়ে এই সেনা মহড়ার আয়োজন হয়ে থাকে। কিন্তু এশিয়ার এই দেশ তথা ভারতের প্রতিবেশী মালদ্বীপ তা প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন ভারতের নৌসেনা প্রধান সুনীল লন্বা। নৌসেনা প্রধানের দাবি , এ নিয়ে মালদ্বীপ কোনওরকমের কারণ জানায়নি। ফলে ইন্দো-চিন সম্পর্কের প্রেক্ষিতে নয়া রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে কী , তা নিয়ে উঠছে প্রশ্ন।

ভারতের আমন্ত্রণ প্রত্যাখ্যান মালদ্বীপের! বিস্তারিত জানালেন এদেশের নৌসেনা প্রধান

আগামী ৬ মার্চ থেকে ১৬ টিদেশের নৌসেনার একযোগে মহড়া আয়োজন করা হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। সমুদ্রপথে সমস্ত দেশের মধ্যে উন্নত সহযোগিতা ও অবৈধ কার্যকলাপ রুখতেই আই আয়োজন। সেই মহড়াতে ভারত মালদ্বীপকেও আমন্ত্রণ জানিয়েছিল। তবে তা প্রত্যাখ্যাত হয়। ইন্দো পেসিফিক এলাকায় চৈনিক শক্তির আস্ফালন বেড়ে চলার প্রেক্ষিতে 'মিলান' নামের এই মহড়া বেশ প্রাসকঙ্গিক হচ্ছে।

এই মহড়াতে অংশ নিচ্ছে তারা হল, নিউজিল্যান্ড, কেনিয়া, অস্ট্রেলিয়া, তানজানিয়া, শ্রীলঙ্কা, মায়ানমার, মরিশাস, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ওমান, থাইল্যান্ড , মালয়েশিয়ার মতো বিভিন্ন এশিয়ার ছোট বড় দেশ। শুধু সেনা মহড়াই নয়, এই আয়োজনে এতগুলি দেশের নৌসেনার একে অপরের সঙ্গে আলোচনাও বেশ প্রসঙ্গিকতা পাবে এই অনুষ্ঠানে। উল্লেখ্য, দক্ষিণ চিন সাগর ঘিরে বহুদিন ধরেই সংশ্লিষ্ট এলাকার বহু দেশের মধ্যে নানা অনভিপ্রেত পরিস্থিতি সামনে এসেছে। এক্ষেত্রে ভারত ও চিনের সাম্প্রতিক সম্পর্কের দিকটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যেখানে মালদ্বীপের এই প্রত্যাখানের ঘটনা অত্যন্ত প্রাসঙ্গিক।

English summary
Maldives Declines India’s Invite for Naval Exercise: Navy Chief .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X