For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজধানী, শতাব্দী ট্রেনে কী ধরনের 'মেকওভার' হতে চলেছে জানেন কি!

নতুন বৈশিষ্ট্য যোগ হতে চলেছে রাজধানী ও শতাব্দী এক্সপ্রেস ট্রেনগুলিতে। আগামী অক্টোবর থেকেই এই নতুন ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • |
Google Oneindia Bengali News

কেটারিং হবে ট্রলি সাজিয়ে, কর্মীদের জন্য থাকবে সুন্দর ইউনিফর্ম এবং চলন্ত ট্রেনেই থাকবে নানা বিনোদনের ব্যবস্থা। একলপ্তে এই সমস্ত নতুন বৈশিষ্ট্য যোগ হতে চলেছে রাজধানী ও শতাব্দী এক্সপ্রেস ট্রেনগুলিতে। আগামী অক্টোবর থেকেই এই নতুন ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজধানী বা শতাব্দীর মতো প্রিমিয়ার প্যাসেঞ্জার ট্রেনে মেকওভার দিতে এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। মোট ৩০টি ট্রেনে এই বিশেষ ব্যবস্থা থাকবে। ১৫টি রাজধানী ও ১৫টি শতাব্দী ট্রেনে।

ফাইল ছবি

অক্টোবর থেকেই উৎসবের মরশুম শুরু হয়। সেজন্য স্বর্ণ প্রকল্পের অধীন রেল রেল কোচের ভিতর সাজানো, টয়লেট পরিষ্কার রাখা ও কোচের ভিতরের অংশ পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা চালু করছে।

রেল নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই। বিশেষ করে কেটারিং ব্যবস্থা, খাবারের মান, সময়ানুবর্তিতা, বাথরুম অপরিচ্ছন্নতার মতো বিষয়ে বারবার অভিযোগ উঠে আসে। ফলে স্বর্ণ প্রকল্পের মধ্য দিয়ে তিন মাসের সময়সীমা ধরে রেলে স্বচ্ছ্বতা অভিযান চলবে বলে রেল সূত্রে খবর।

এছাড়া রেলে নিরাপত্তা ব্যবস্থাও আরও সুরক্ষিত করা হবে। মুম্বই, হাওড়া, পাটনা, রাঁচি ও ভুবনেশ্বরগামী রাজধানী এক্সপ্রেসের মানোন্নয়ন হবে। এছাড়া হাওড়া-পুরী, নয়াদিল্লি-চণ্ডীগড়, নয়াদিল্লি-কানপুর, হাওড়া-রাঁচির মতো শতাব্দী ট্রেনগুলিরও ঢেলে সংষ্কার করা হবে। খাবারের মান, সময়ে ট্রেন পৌঁছনো, খাবার সরবরাহকারী ব্যক্তিদের ভালো পোশাক দেওয়া হবে। এছাড়া ট্রেনেই সিনেমা, সিরিয়াল দেখানো, গান শোনানোর ব্যবস্থা করা হবে।

English summary
Trolley service for catering, polite uniformed staff and on-board entertainment are some of the changes slated to be introduced in Rajdhani and Shatabdi trains from October this year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X