For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এর নির্বাচনের আগে এই কাজটি না করলে 'অনিশ্চিত' ভবিষ্যৎ! মোদীকে বার্তা পুরনো শরিকের

অযোধ্যায় এখনই রামমন্দির তৈরি শুরু করতে আইন জরুরি। আরএসএস প্রধান মোহন ভগবতের পর এমনটাই দাবি করল শিবসেনা। দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে শিবসেনার সম্পর্ক খারাপ।

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যায় এখনই রামমন্দির তৈরি শুরু করতে আইন জরুরি। আরএসএস প্রধান মোহন ভগবতের পর এমনটাই দাবি করল শিবসেনা। দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে শিবসেনার সম্পর্ক খারাপ। ২০১৯-এর লোকসভা নির্বাচনে পুরনো শরিক শিবসেনার সঙ্গে জোট হবে কিনা তা এখনও নিশ্চিত নয়।

২০১৯-এর নির্বাচনের আগে এই কাজটি না করলে অনিশ্চিত ভবিষ্যৎ! মোদীকে বার্তা পুরনো শরিকের

দলের মুখপত্র সামনার সম্পাদকীয়তে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত অযোধ্যায় রামমন্দির নির্মাণ নিয়ে দলের অবস্থানের কথা জানিয়েছেন। এর আগে দলের প্রধান উদ্ধব ঠাকরে বাৎসরিক দশেরায় রামমন্দির নির্মাণের জন্য আইন তৈরির দাবি করেছিলেন। আইন তৈরি ছাড়া তা তৈরি করা যাবে না বলেও মন্তব্য করেছিলেন তিনি।

২০১৯-এর নির্বাচনে ফলাফল সম্পর্কে অনিশ্চয়তা প্রকাশ করে সঞ্জয় রাউত বলেছেন, যতক্ষণ সংসদে গরিষ্ঠতা রয়েছে, মন্দির তৈরি করতে তার সাহায্য নেওয়া উচিত। বিশ্বাসের বিষয়বস্তু হওয়ায় আদালত বিষয়টির নিষ্পত্তি করতে পারবে না বলে মত প্রকাশ করেছেন তিনি।

সঞ্জয় রাউত বলেছেন, এটা রাজনৈতিক ইচ্ছার ব্যাপার। যা নরেন্দ্র মোদী পারবেন বলেও মত প্রকাশ করেছেন তিনি।

যদি আজ আইন তৈরি করা না যায়, তাহলে তা পরে কখনই তৈরি করা যাবে না। আজ সংসদে তাদের গরিষ্ঠতা রয়েছে। কিন্তু ২০১৯-এর পর কোন পরিস্থিতি তৈরি হবে, তা কেউই জানে না বলে মত প্রকাশ করেছেন সঞ্জয় রাউত।

শিবসেনা সাংসদ রাম মন্দির নিয়ে এআইএমআইএম-এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসির মন্তব্যের সমালোচনা করেছেন। একইসঙ্গে উপদেশ, হায়দরাবাদের বাইরে যেন তিনি না বেরোন। রামমন্দির হায়দরাবাদ, পাকিস্তান কিংবা ইরানে তৈরি হবে না, তৈরি হবে অযোধ্যায়। বলেছেন সঞ্জয় রাউত।

দিন তিনেক আগেই অযোধ্যায় রামমন্দির নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করেছিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। নরেন্দ্র মোদীকে আক্রমণ করে তিনি বলেছিলেন, তিনি বিদেশে যেতে পারেন, কিন্তু অযোধ্যায় যেতে পারেন না।

English summary
Make law for immediate construction of Ram temple in Ayodhya says Shiv Sena
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X