For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুম্ভমেলা নিয়ে কতটা প্রস্তুত যোগীরাজ্য! মহাপার্বণ ঘিরে প্রয়াগরাজের পরিস্থিতি কেমন

কুম্ভমেলা উপলক্ষ্য়ে ক্রমেই সেজে উঠছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। যোগী আদিত্যনাথ প্রশাসনের তৎপরতায় ক্রমেই প্রস্তুতি পর্ব তুঙ্গে মেলাকে কেন্দ্র করে।

  • |
Google Oneindia Bengali News

কুম্ভমেলা উপলক্ষ্য়ে ক্রমেই সেজে উঠছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। যোগী আদিত্যনাথ প্রশাসনের তৎপরতায় ক্রমেই প্রস্তুতি পর্ব তুঙ্গে মেলাকে কেন্দ্র করে। এদিকে, আজই কুম্ভ মেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় , নিরাপত্তা নিয়ে রীতিমত চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। দেখে নেওয়া যাক মকর সংক্রান্তি উপলক্ষ্যে কীভাবে সেজে উঠছে যোগীগড়ের প্রয়াগরাজ।

 কুম্ভ মেলার দিনক্ষণ

কুম্ভ মেলার দিনক্ষণ

মেলার মেজাজ ইতিমধ্যেই জমতে শুরু করলেও উত্তরপ্রদেশের হাড়হিমকরা ঠাণ্ডায় ১৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০১৯ সালের কুম্ভমেলা। ৪ মার্চ পর্যন্ত চলবে এই মেলা। মেলা উপলক্ষ্যে দেশ বিদেশের পর্যটকদের সঙ্গে হাজির হয়েছেন সাধুসন্তরাও।

প্রস্তুতির ছবি

প্রস্তুতির ছবি

এই বছরের কু্ম্ভমেলা উপলক্ষ্যে প্রায় ১২ লাখ দর্শনার্থী আসতে চলেছেন বলে পরিসংখ্যান দিয়েছে মেলা কর্তৃপক্ষ। মাঘ মাসের এই মেলা প্রতি ৬ বছর অন্তর অন্তর সংগঠিত হয়। এছাডা়ও মহাকুম্ভের মেলা আয়োজিত হয় ১২ বছর অন্তর।

নিরামিষভোজী পুলিশ

নিরামিষভোজী পুলিশ


এই বছরের কুম্ভমেলায় বিশেষভাবে নিরামিষভোজী পুলিশকর্মীদেরই নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে । যোগী প্রশাসনের তরফে মদ ,মাংস যাতে কুম্ভমেলার থেকে দূরে থাকে, তা নিয়ে বিশেষ ব্য়বস্থা নেওয়া হচ্ছে।

 ছুটির মেজাজ শহর জুড়ে!

ছুটির মেজাজ শহর জুড়ে!

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এখন ছুটির মেজাজ ১৪ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ রয়েছে সমস্ত ক'টি স্কুল। বাকি শিক্ষাপ্রতিষ্ঠানকেও বন্ধ রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন। পড়ুয়াদের সুবিধার্থেই এমন নির্দেশ। বাস স্টপ-এর সংখ্যা শহরে আরও বাড়িয়ে তোলা হয়েছে কেবলমাত্র কুম্ভমেলা উপলক্ষ্য়ে।

 সংযোগের ব্যবস্থা

সংযোগের ব্যবস্থা

উত্তরপ্রদেশে প্রায় ৫০০ টি বাড়তি বাস কুম্ভমেলা উপলক্ষ্যে চালু করা হয়েছে। ইতিমধ্যেই কলকাতা,বেঙ্গালুরু, দিল্লি, চেন্নাই, নাগপুর, দেরাদুন থেকে বাসে তীর্থযাত্রীরা পৌঁছতে শুরু করেছেন কুম্ভমেলায়।

English summary
The Uttar Pradesh government has made extensive plans and preparations ahead of the Kumbh Mela in Prayagraj in the state scheduled to take place from January 15 to March 4, 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X