For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগী রাজ্যে জোট ঘোষণার পর ভোটে বড় ধাক্কা খেতে পারে মোদীর দল! সম্ভাব্য ফল জানলে চমকে যাবেন

এসপি এবং বিএসপি উত্তরপ্রদেশের জোট ঘোষণায় ধাক্কা খেতে চলেছে বিজেপির ভবিষ্যত। ইন্ডিয়া টিভি এবং সিএনএক্স-এর ওপিনিয়ন পোলে প্রকাশ, বিজেপির আসন সংখ্যা নেমে যেতে পারে ২৯-এ।

  • |
Google Oneindia Bengali News

এসপি এবং বিএসপি উত্তরপ্রদেশের জোট ঘোষণায় ধাক্কা খেতে চলেছে বিজেপির ভবিষ্যত। ইন্ডিয়া টিভি এবং সিএনএক্স-এর ওপিনিয়ন পোলে প্রকাশ, বিজেপির
আসন সংখ্যা নেমে যেতে পারে ২৯-এ। জোট গঠনে সাইকেল আর হাতির পালে হাওয়া লাগতে চলেছে বলেই জানাচ্ছে এই ওপিনিয়ন পোল।

৪৪টি আসন কম পেতে পারে বিজেপি

৪৪টি আসন কম পেতে পারে বিজেপি

২০১৪-র নির্বাচনে উত্তরপ্রদেশে ৮০ টি আসনের মধ্যে ৭৩ টি দখল করেছিল বিজেপি। কিন্তু এবার এসপি-বিএসপির জোট ঘোষণায় ধাক্কা খেতে পারে বিজেপির যাবতীয় সম্ভাবনা। জোট করে আসন রফা করার পর ইন্ডিয়া টিভি এবং সিএনএক্স-এর তরফে ওপিনিয়ন পোলের আয়োজন করা হয়েছিল। সেএখানে দেখা যাচ্ছে বিজেপির আসন ৭২ থেকে নেমে যেতে পারে ২৯-এ। অর্থাৎ যোগীর রাজ্য থেকে ৪৪ টি আসন কম পেতে পারে মোদীর দল।

এসপি-বিএসপি পেতে পারে ৪৯ টি আসন

এসপি-বিএসপি পেতে পারে ৪৯ টি আসন

জোট ঘোষণায় কেবলমাত্র উপকৃত হবে মহাগোটবন্ধনই। ৪৯ টি আসন পেতে পারে এসপি-বিএসপি জোট। ২০১৪-তে তারা পেয়েছিল ৫ টি আসন। অন্যদিকে, ইউপিএ-কে কেবলমাত্র আমেথি ও রায়বরেলি নিয়ে সন্তুষ্ট থাকতে হতে পারে।

পূর্বাঞ্চলে রয়েছে ৩২ টি আসন

পূর্বাঞ্চলে রয়েছে ৩২ টি আসন

ওপিনিয়ন পোলে বলা হয়েছে, জোট ঘোষণার আগে-পরে পূর্বাঞ্চলে আপনাদলের পরিস্থিতি একই থাকছে। অর্থাৎ তারা পেতে পেরে একটি আসন। কংগ্রেসের ক্ষেত্রেও তাই। জোট ঘোষণায় তাদের ফলে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তারা পেতে পারে ২ টি আসন। তবে জোট ঘোষণার পরে পূর্বাঞ্চলে এসপির আসন হতে পারে ১১ টি। জোট ঘোষণার
আগে তা ১০ টি বলা হয়েছিল। অন্যদিকে জোট ঘোষণার আগে বিএসপিকে দেওয়া হয়েছিল ৫ টি আসন। জোট ঘোষণার পরে দেওয়া হয়েছে ৭ টি আসন। জোট ঘোষণার আগে বিজেপিকে দেওয়া হয়েছিল ১৬ টি আসন। কিন্তু জোট ঘোষণার পরে দেওয়া হয়েছে ১৩ টি আসন।

বুন্দেলখণ্ডে রয়েছে ৪ টি আসন

বুন্দেলখণ্ডে রয়েছে ৪ টি আসন

এখানে জোটের আগে পরে ওপিনিয়ন পোলে কংগ্রেসকে কোনও আসন দেওয়া হয়নি। জোটের আগে পরে এসপি ২ আসন পেতে পারে বলে জানানো হয়েছে।
জোটের আগে বিএসপি ১ আসন প্রাপ্তির সম্ভাবনার কথা জানানো হলেও, জোটের পরে বিএসপি দুটি পেতে পারে বলে জানানো হচ্ছে। সেক্ষেত্রা জোটের আগে বিজেপির একটি আসন লাভের সম্ভাবনার কথা জানানো হলেও, জোট ঘোষণার পরে বিজেপি বুন্দেলখণ্ডে কোমনও আসনই পাবে না বলে জানানো হচ্ছে।

অওধে রয়েছে ১৪ টি লোকসভা আসন

অওধে রয়েছে ১৪ টি লোকসভা আসন

এরই মধ্যে পড়ে রায়বরেলি ও আমেথি। জোটের আগে ও পরে কংগ্রেস এই দুই আসনে জয়ী হতে পারে বলে ওপিনিয়ন পোলে বলা হচ্ছে। জোটের আগে এসপি ২ আসন পেতে পারে বলে বলা হলেও জোট ঘোষণার পর তা বেড়ে গিয়ে ৫ টি হতে পারে। বিএসপির আসন জোট ঘোষণার আগে বলা হয়েছিল ৩ টি। জোট ঘোষণার পর তারা ৪ টি পেতে পারে বলে জানানো হয়েছে ওপিনিয়ন পোলে। অন্যদিকে জোট ঘোষণার আগে বিজেপি ৭ টি পেতে পারে বলে জানানো হলেও, জোট ঘোষণার পর তা কমে হতে পারে ৩ টি।

পশ্চিম উত্তরপ্রদেশে রয়েছে ৩০ টি আসন

পশ্চিম উত্তরপ্রদেশে রয়েছে ৩০ টি আসন

এসপি-বিএসপি-র জোট ঘোষণার আরএলডি কোনওভাবেই প্রভাবিত হচ্ছে না। এমনটাই বলছে ওপিনিয়ন পোল। জোটের আগে তারা ২ টি আসন পেতে পারে বলে জানানো হয়েছিল। জোট ঘোষণার পরেও তারা ২ টি আসনই পাবে বলে জানানো হচ্ছে। এই জায়গা থেকে কংগ্রেস একটিও আসন পাবে না বলে ওপিনিয়ন পোলে বলা হচ্ছে। জোটের আগে এই জায়গা থেকে এসপি ৬ টি আসন পেতে পারে বলে জানানো হয়েছিল। জোট ঘোষণার পর সেই আসন বেড়ে হতে পারে ৯ টি। বিএসপিকে আগে দেওয়া হয়েছিল ৬ টি। জোট ঘোষণার পরে ওপিনিয়ন পোল বলছে বিএসপি পেতে পারে ৭ টি আসন। জোট ঘোষণার আগে বিজেপিকে ১৬ টি আসন দেওয়া হলেও, জোট ঘোষণার পর দেওয়া হয়েছে ১২ টি আসন।

[আরও পড়ুন:প্রধানমন্ত্রী পদে দেশ চাইছে মোদীকেই, বেশ পিছনে রাহুল! বলছে সাম্প্রতিক সমীক্ষা][আরও পড়ুন:প্রধানমন্ত্রী পদে দেশ চাইছে মোদীকেই, বেশ পিছনে রাহুল! বলছে সাম্প্রতিক সমীক্ষা]

( ছবি সৌজন্য: পিটিআই)

(গ্রাফিক্স: ইন্দ্রানী সরকার)

English summary
Major loss likely for BJP in UP as its LS seats may drag down to 29 after SP-BSP alliance says Opinion poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X