For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মানব-ঢাল খ্যাত মেজর গগৈকে কাশ্মীরের বাইরে পাঠানো হল

শ্রীনগরের এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা রাখার অভিযোগে মানব-ঢাল খ্যাত মেজর লিতুল গগৈয়ের সিনিয়ারিটি খর্ব করার পাশাপাশি তাঁকে কাশ্মীর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

শ্রীনগরের এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা রাখার অভিযোগে মানব-ঢাল খ্যাত মেজর লিতুল গগৈয়ের সিনিয়ারিটি খর্ব করার পাশাপাশি তাঁকে কাশ্মীর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মেজর গগৈকে উপত্যকার বাইরে কোথাও দায়িত্বে বহাল করা হবে বলে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে।

মানব-ঢাল খ্যাত মেজর গগৈকে কাশ্মীরের বাইরে পাঠানো হল

ভারতীয় সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী, কোনো জওয়ানের বিরুদ্ধে বিশৃঙ্খলা বা বিতর্কিত আচরণের অভিযোগ উঠলে, তাঁর বিরুদ্ধে কোর্ট অফ এনকোয়ারি জারি করা হয়। মেজর লিতুল গগৈয়ের ক্ষেত্রেও একই পন্থা অনুসরণ করা হয়েছে। কোর্ট অফ এনকোয়ারির নেতৃত্বে থাকা ব্রিগেডিয়ার সব তথ্য খতিয়ে দেখেই ওই মেজরের সিনিয়ারিটি খর্ব করার পাশাপাশি তাঁকে কাশ্মীর ছাড়ার নির্দেশ দিয়েছেন।

২০১৭ সালে কাশ্মীরের এক স্থানীয় যুবককে মানব-ঢাল তৈরি করে জিপে ঘুরিয়ে শিরোনামে এসেছিলেন মেজর লিতুল গগৈ। এরপর কর্তব্যরত অবস্থায় শ্রীনগরের এক যুবতীর সঙ্গে হোটেলে যাওয়ার অভিযোগে গত বছরের ২৩ মে মেজর গগৈকে আটক করা হয়। ঘটনার সত্যতা জানতে তাঁর বিরুদ্ধে কোর্ট মার্শাল শুরু হয়। দোষ প্রমাণিত হলে মেজর লিতুল গগৈর বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াতও।

English summary
I have quit UP govt, says SBSP chief Rajbhar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X