For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রবল বৃষ্টিতে দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল বিমান! মুম্বইয়ে বিমান চলাচলে বিঘ্ন

মুম্বই বিমানবন্দরের প্রধান রানওয়ে মঙ্গলবারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। প্রবল বৃষ্টির জেরে সোমবার রাত ১১.৪৫ নাগাদ স্পাইস জেটের একটিবিমান নামার সময় অল্পের জন্য রক্ষা পায়।

  • |
Google Oneindia Bengali News

মুম্বই বিমানবন্দরের প্রধান রানওয়ে মঙ্গলবারের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। প্রবল বৃষ্টির জেরে সোমবার রাত ১১.৪৫ নাগাদ স্পাইস জেটের একটি বিমান নামার সময় অল্পের জন্য রক্ষা পায়। বিমানটি রানওয়ে থেকে পিছলে পাশে সরে যায়। বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি রানওয়ের শেষে আটকে থাকে। মুম্বইয়ের দ্বিতীয় রানওয়েটি কাজ করছে। কিন্তু প্রধান রানওয়ে বন্ধ থাকায় বিমান চলেচলে বিঘ্ন ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

রানওয়ে থেকে বিমান পিছলে যায়

স্পাইস জেটের তরফে জানানো হয়েছে, এসজি-৬২৩৭ বিমানটি জয়পুর থেকে মুম্বই আসছিল। কিন্তু নামার সময় তা পিছলে যায়। তবে সব যাত্রী সুরক্ষিত আছেন। কারও কোনও আঘাত লাগেনি। স্পাইসজেটের এই দুর্ঘটনার সঙ্গে প্রবল বৃষ্টির জেরে কমপক্ষে ৫৪ টি বিমানকে আশপাশের বিমানবন্দরে অবতরণ করানো হয়। বিমানবন্দরগুলির মধ্যে রয়েছে আহমেদাবাদ এবং বেঙ্গালুরু।

ভিস্তারার বিমান বাতিল

বিমান সংস্থাগুলির তরফে সাধারণ মানুষকে বিমান বাতিল এবং বিমান দেরি হওয়া নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। মুম্বই থেকে দিল্লি, কলকাতা, হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের ১০ বিমান বাতিল করার কথা জানানো হয়েছে এয়ার ভিস্তারার তরফে।

অন্য বিমান সংস্থাগুলির বিমান চলাচলে প্রভাব

স্পাইস জেট এবং ইন্ডিগোর মতো বেসরকারি বিমান সংস্থাগুলিও তাদের বিমান চলাচলে প্রবল বৃষ্টির প্রবাল পড়ার কথা জানিয়েছে। যাত্রীদের বিমান দেরি কিংবা বাতিল সম্পর্কে খবর রাখতে অনুরোধ করেছে।

শুধুর দেশের বিমান চলাচলেই নয় মুম্বইয়ে মুষলধারায় বৃষ্টির প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও। সিওল থেকে মুম্বই আসা বিমানকে আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করানো হয়। ফ্র্যাঙ্কফর্ট এবং ব্যাঙ্কক থেকে আসা দুটি বিমান নামতে পারেনি মুম্বইতে।

যেখানে মুম্বইয়ে জুন মাসে গড় বৃষ্টিপাত ৫১৫ মিলিমিটার, সেখানে রবিবার থেকে বৃষ্টি হয়েছে ৫৪০ মিলিমিটার। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা এই ধরনের আবহাওয়া চলতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

English summary
Main runway at Mumbai airport remains closed on tuesday after a flight overshot its mark while landing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X