For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌পরিবারের প্রধান খাদ্যশস্য সহ শৌচালয়ের খুঁটিনাটি প্রশ্ন নিয়ে আসছে জনগণনা

‌পরিবারের প্রধান খাদ্যশষ্য সহ শৌচালয়ের খুঁটিনাটি প্রশ্ন নিয়ে আসছে জনগণনা

Google Oneindia Bengali News

এ বছরের নতুন জনগণনায় বেশ কিছু অন্যরকম প্রশ্নের সম্মুখীন হতে হবে দেশবাসীকে। পরিবারের প্রধানের মোবাইল নম্বর সহ, শৌচালয়, টিভি, ইন্টারনেট, গাড়ির মালিক, পানীয় জলের উৎস এসব তথ্য সহ অন্যান্য প্রশ্নও করা হবে বাড়ির তালিকা তৈরির পর্বে। যা শুরু হবে এ বছরের ১ এপ্রিল থেকে।

৩১টিরও বেশি প্রশ্ন করা হবে জনগণনায়

৩১টিরও বেশি প্রশ্ন করা হবে জনগণনায়

এক বিজ্ঞপ্তিতে রেজিস্টার জেনারেল ও জনগণনা কমিশন জানিয়েছেন যে জনগণনা আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যে দেশের প্রত্যেকটি বাড়ি থেকে বাড়ি ও পরিবার সংক্রান্ত ৩১টিরও বেশি প্রশ্নের তথ্য সংগ্রহ করা হবে। যা শুরু হবে ১ এপ্রিল থেকে এবং চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে জনগণনার জন্য যোগাযোগের কারণেই মোবাইল নম্বর সংগ্রহ করা হবে, এর পেছনে অন্য কোনও কারণ নেই।

বাড়ির নম্বর থেকে খাদ্যশষ্যের তথ্য

বাড়ির নম্বর থেকে খাদ্যশষ্যের তথ্য

প্রত্যেকটি বাড়ি থেকে অন্য যে সব তথ্য সংগ্রহ করা হবে সেগুলি হল, পরিবার কোনও টেলিফোন, মোবাইল ফোন, স্মার্ট ফোন, সাইকেল, স্কুটার, বাইক, মোপেড, গাড়ি বা জীপ বা ভ্যান, রেডিও বা ট্রানজিস্টার, টিভি, ল্যাপটপ বা কম্পিউটার বা ইন্টারনেট কিনেছে কিনা। এছাড়াও জনগণনা আধিকারিককে জানাতে হবে আবাসনের নম্বর (‌মিউনিসিপ্যালিটি বা স্থানীয় প্রশাসন বা জনগণনার দেওয়া নম্বর)‌, জনগণনার নম্বর, বাড়ির মেঝে তৈরির উপাদান, জনগণনার ঘরের দেওয়াল ও ছাদ, জনগণনা ঘরের ব্যবহার, জনগণনার বাড়ির অবস্থা, পরিবারের সংখ্যা, সাধারণভাবে বসবাসকারী ব্যক্তির সংখ্যা, পরিবারের প্রধানের নাম এবং ব্যক্তির লিঙ্গ। জনগণনাতে এও জানাতে হবে যে বাড়ির প্রধান তপশিলি জাতি বা তপশিলি উপজাতি বা অন্য কোনও বিভাগের কিনা, জনগণনা বাড়ির মালিকানাধীন অবস্থা, পরিবার যে বাড়িতে রয়েছে তার ঘর সংখ্যা, বাড়িতে কতজন বিবাহিত দম্পতি রয়েছেন, পানীয় জলের প্রধান উৎস এবং পরিবারের প্রধান খাদ্যশষ্যের তথ্য।

শৌচালয় ও রান্নাঘরের তথ্য

শৌচালয় ও রান্নাঘরের তথ্য

এখানেই শেষ নয় বিদ্যুতের প্রধান উৎস, পরিবারে শৌচালয় রয়েছে কিনা, কি ধরনের শৌচালয়, জঞ্জাল জলের নালী, স্নান করার জায়গা রয়েছে কিনা, রান্নাঘর আছে কিনা এবং রান্নার জন্য এলপিজি না পিএনজি গ্যাস ব্যবহার করা হয় ও কি তেলে রান্না হচ্ছে এ সংক্রান্ত প্রশ্ন করা হবে।

এ বছর মোবাইল ফোনেই হবে জনগণনা

এ বছর মোবাইল ফোনেই হবে জনগণনা

২০২১ সালের জনগণনা পেন ও কাগজের ঐতিহ্যকে সরিয়ে মোবাইল ফোন অ্যাপেই করা হবে। জনগণনা করার তারিখ নির্ধারিত হয়েছিল এ বছরের ১ মার্চ, কিন্তু তুষারপাতের জন্য জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে তা হবে এ বছরের ১ অক্টোবর। কেন্দ্র সরকারের পক্ষ থেকে এও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জাতীয় জনসংখ্যা নিবন্ধ (‌এনপিআর)‌ এ বছরের সেপ্টেম্বরেই করা হবে। এনপিআর হল দেশের সাধারণ বাসিন্দাদের একটি তালিকা।

প্রবীণ নাগরিকদের জন্য সর্বাধিক নিরাপত্তাহীন শহরের তকমা পেলো মুম্বই, দ্বিতীয় স্থানে দিল্লি প্রবীণ নাগরিকদের জন্য সর্বাধিক নিরাপত্তাহীন শহরের তকমা পেলো মুম্বই, দ্বিতীয় স্থানে দিল্লি

English summary
In a notification, the Registrar General and Census Commissioner said the census officers have been directed to ask as many as 31 questions to collect information from every household during the houselisting and housing census exercise scheduled from April 1 to September 30.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X