For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবসাদ থেকেই উপত্যকার শীর্ষ কারা আধিকারিককে খুন পরিচারকের, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের

অবসাদ থেকেই উপত্যকার শীর্ষ কারা আধিকারিককে খুন পরিচারকের

Google Oneindia Bengali News

সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সফরের প্রাক্কালে জম্মু ও কাশ্মীরের শীর্ষ কারা আধিকারিকের রহস্য মৃত্যুতে উত্তেজনা ছড়ায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘটনার সঙ্গে সন্ত্রাসী কার্যকলাপের কোনও যোগ নেই। তবে কোনও সম্ভাবনাই পুলিশ এখন বাতিল করছে না। পঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে বলে জানা গিয়েছে।

অবসাদ থেকেই উপত্যকার শীর্ষ কারা আধিকারিককে খুন পরিচারকের, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের

এডিজিপি মুকেশ সিং জানিয়েছেন, মামলার প্রধান অভিযুক্ত ইয়াসির আহমেদ পলাতক। ২৩ বছরের ইয়াসির আহমেদের আচরণ আক্রমণাত্মক ছিল বলে জানা গিয়েছে। ইয়াসির অবসাদে ভুগছিসেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজে ঘটনাস্থল থেকে ইয়াসির আহমেদের পালিয়ে যায় ফুটেজ পাওয়া গিয়েছে। পুলিশ ইয়াসির আহমেদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে। পুলিশ ইতিমধ্যে ইয়াসিরের বেশ কিছু সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে ইয়াসির কোনও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্তে বলে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলকে ইয়াসিরের অস্ত্র উদ্ধার করেছে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, ইয়াসির মানসিকভাবে সুস্থ ছিল না। পুলিশ অভিযক্ত সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এনেছে। জম্মু ও কাশ্মীরের পুলিশ জনগণের কাছে অনুরোধ করেছে, যদি অভিযুক্ত সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়, যেন জম্মু ও কাশ্মীর পুলিশকে জানানো হয়।

সোমবার নিজের বাসভবন থেকে জম্মু ও কাশ্মীরের শীর্ষ কারা আধিকারিকের গলার নলিকাটা দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ভাঙা কাঁচের বোতল ব্যবহার করে প্রথমে প্রথমে গলার নলি কেটে ডিজিকে খুন করেছিল। ইয়াসির তারপরে নিজের গায়ে আগুন লাগানোর চেষ্টা করে বলে প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে। তারপর কোনওভাবে ইয়াসির ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ হেমন্ত লোহিয়ার বাড়ি থেকে ইয়াসিরের ছবি ও কিছু ডায়েরি পেয়েছে। যেখানে জনপ্রিয় গান ভুল দেনা মঝে লেখা রয়েছে। পর পর পাতায় জীবনের সম্পর্কে বিতৃষ্ণা, অবসাদের কথা লেখা রয়েছে। লেখা রয়েছে, জীবনের প্রতি ঘৃণা জন্মে গিয়েছে। দুঃখ ছাড়া কিছুই নেই জীবনে। ডায়ের একপাতায় তিনি মোবাইলের ব্যাটারির ছবি এঁকেছেন। সেখানে লেখা রয়েছে, জীবনের মেয়াদ ১ শতাংশ, ভালোবাসা ০ শতাংশ, দুশ্চিন্তা ৯০ শতাংশ, দুঃখ ৯৯ শতাংশ, ভুয়ো হাসি ১০০ শতাংশ।

ডায়েরিতে লেখা রয়েছে, 'প্রিয় মৃত্যু, আমার জীবন নেমে এসো। প্রতিদিন, সপ্তাহ, মাস, বছর, প্রতিটা খারাপ আমার।' ইয়াসিরের ছবি প্রকাশ করে উপত্যকাবাসীর কাছে যে কোনও তথ্য থাকলে তা প্রকাশ করার আবেদন করেছেন জম্মু ও কাশ্মীরের পুলিশ। প্রসঙ্গত, চলতি বছর অগাস্ট মাসেই উপত্যকার ডিরেক্টর জেনারেল অফ প্রিজন পদে নিযুক্ত হন। সোমবার জম্মুর উদয়ওয়ালার একটি বাড়ি থেকে তাঁর গলার নলিকাটা দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত আধিকারিকের বাড়িতে মেরামতির কাজ চলছিল। তাই পরিবার নিয়ে বন্ধুর বাড়িতে ছিলেন।

English summary
On Jammu and Kashmir DG prison’s murder case main accused was under depression
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X