For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদর্শ বিচ্যুত কংগ্রেসকে ১৯৪৭-এর পরই ভাঙতে চেয়েছিলেন গান্ধীজি, ব্লগে পুরনো প্রসঙ্গ টেনে খোঁচা মোদীর

মহাত্মা গান্ধীর ঐতিহাসিক ডান্ডি অভিযানের বর্ষপূর্তি উপলক্ষ্যে পুরনো প্রসঙ্গ ব্লগে টেনে এনে কংগ্রেস শিবিরকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসের সংষ্কৃতির অধঃপতন হয়েছে। এদিন মহাত্মা গান্ধীর ঐতিহাসিক ডান্ডি অভিযানের বর্ষপূর্তি উপলক্ষ্যে পুরনো প্রসঙ্গ ব্লগে টেনে এনে কংগ্রেস শিবিরকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন গুজরাতে কংগ্রেস কার্যকরী সমিতির বৈঠক বসতে চলেছে। তার আগে এই ব্লগ বিজেপির দিক থেকে অত্যন্ত সময়োপযোগী বলে মনে করা হচ্ছে।

গান্ধীর পাশাপাশি প্যাটেল স্মরণ

গান্ধীর পাশাপাশি প্যাটেল স্মরণ

মহাত্মা গান্ধীর ডান্ডি মার্চ নিয়ে লিখতে গিয়ে তিনি সর্দার প্যাটেলের প্রসঙ্গ টেনে এনেছেন। ডান্ডি অভিযানে সর্দার প্যাটেলের সর্বোত্তম ভূমিকা ছিল বলে তিনি জানিয়েছেন। সর্দার প্যাটেলকে নিয়ে বিজেপি-কংগ্রেসের দ্বন্দ্ব যে রয়েছে তা মনে করিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি গান্ধীর উদাহরণ টেনে কংগ্রেসকে বিঁধেছেন।

কংগ্রেস ভাঙতে চান গান্ধীজি

কংগ্রেস ভাঙতে চান গান্ধীজি

মোদী বলেছেন, গান্ধীজি বৈষম্যে বিশ্বাস করতেন না। জাতপাতে বিশ্বাস করতেন না। অথচ কংগ্রেস সমাজকে ভাগ করতে পিছপা হয়নি। কংগ্রেসের আমলে জাত নিয়ে লড়াই, দাঙ্গা হয়েছে। গান্ধীজি কংগ্রেসের সংষ্কৃতি বুঝতেন, আর সেজন্যই ১৯৪৭ সালে স্বাধীনতার পরই কংগ্রেস ভেঙে দিতে চেয়েছিলেন তিনি।

কংগ্রেসে দুর্নীতি

কংগ্রেসে দুর্নীতি

কংগ্রেসকে দুর্নীতি প্রসঙ্গে বিঁধে মোদী বলেন, দুর্নীতি ও অরাজকতা সবসময় হাত ধরাধরি করে চলেছে। তাঁর সরকার দুর্নীতি দূর করতে চেয়েছে। আর কংগ্রেস সব ক্ষেত্রে দুর্নীতি করে চলেছে। প্রতিরক্ষা, টেলিকম, সেচ, খেলাধূলা, কৃষি থেকে গ্রামীণ উন্নয়ন - সব জায়গায় কংগ্রেস দুর্নীতি করেছে।

জরুরি অবস্থা

জরুরি অবস্থা

১৯৭৫ সালের জরুরি অবস্থার কথা মনে করিয়ে মোদী বলেছেন, গণতন্ত্র মানে দুর্বলকেও সবলের মতো অধিকার দেওয়া। আর কংগ্রেস আমাদের দিয়েছে জরুরি অবস্থা। ৩৫৬ নম্বর ধারার বেশ কয়েকবার দুর্ব্যবহার কংগ্রেস করেছে। বারবার পরিবারতন্ত্রকে ওপরে তুলে ধরতে চেয়েছে কংগ্রেস। কংগ্রেস মুক্ত সংষ্কৃতির পথে দেশকে তিনি এগিয়ে নিয়ে যেতে চান তা মনে করিয়ে দিয়েছেন মোদী।

[আরও পড়ুন: সবরমতী আশ্রমে পুত্র-কন্যাকে নিয়ে সনিয়া, লোকসভার রণকৌশল ঠিক করতে বৈঠক কংগ্রেসের][আরও পড়ুন: সবরমতী আশ্রমে পুত্র-কন্যাকে নিয়ে সনিয়া, লোকসভার রণকৌশল ঠিক করতে বৈঠক কংগ্রেসের]

English summary
Mahatma Gandhi wanted the Congress disbanded, especially after 1947, says PM Modi in blog
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X