
ভাগ হতে বসেছে শিবসেনা, ঠাকরের দল থেকে নিজেদের আলাদা করছেন শিন্ডেরা
প্রথম দিন থেকেই একনাথ শিন্ডে দাবি করেছিলেন, তিনি বালাসাহেবের হিন্দুত্বের আদর্শে বিশ্বাসী। এবং নিজেদে শিব সৈনিক বলেই দাবি করেছিলেন তিনি। তারপরেই আজ শিন্ডের নেতৃত্বে থাকা বিদ্রোহী বিধায়করা নিজেদের আলাদা নাম দিয়েছেন। তাঁরা নিজেদের শিবসেনা বালাসাহেব বলে গোষ্ঠী তৈরি করেছেন। শিবসেনা ছাড়ার কথা তিনি কোনও দিনই জানানি। বিদ্রোহী হলেও শিবসেনাতেই তিনি থাকবেন বলে দাবি করেছিলেন। সেই দাবিকে জিইয়ে রাখতে বিদ্রোহীদের নিয়ে শিবসেনার আলাদা একটা গোষ্ঠী তৈরি করলেন একনাথ শিন্ডে।

শিবসেনার নতুন গোষ্ঠী
শিবসেনা বিদ্রোহী নেতারা দফায় দফায় গুয়াহাটিতে বৈঠক করে চলেেছন। শেষে নিজেদের একটি আলাদা গোষ্ঠী তৈরি করার কথা ঘোষণা করলেন বিধায়করা। তাঁরা জানিয়েছেন নিজেদের গোষ্ঠীর তাঁরা নাম রেখেছেন শিবসেনা বালা সাহেব। তাহলে কি শিবসেনার মূল স্রোত থেকে আলাদা হয়ে গেলেন তাঁরা এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ বালা সাহেব মারা যাওয়ার পর রাজ ঠাকরে শিবসেনার মূল স্রোত থেকে আলাদা হয়ে মহারাষ্ট্র নব নির্মাণ সেনা ৈতরি করেছিলেন। এবার কি আরও একটা আলাদা দল তৈরি হবে শিবসেনার মূল স্রোত থেকে বেরিয়ে এসে। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কী বলছে কংগ্রেস
এদিেক শিবসেনার এই এই গোষ্ঠা ভাগ নিয়ে মুখ খুলেেছন কংগ্রেস নেতা অশোক চবন। তিনি জানিয়েছেন আইনত রেজিস্ট্রেশন না হওয়া পর্যন্ত এই সব গ্রুপের কোনও অস্তিত্বই থাকে না। এক কথায় শিন্ডে সহ বিদ্রোহীদের গ্রুপকে আমোল দিতে চাননি তাঁরা। এদিকে ১২ জন বিধায়ককে বহিষ্কার করার জন্য ডেপুটি স্পিকারের কাছে আবেদন জানিয়েছে। যদিও এখনও তার অনুমোদন মেলেনি। তবে ধীরে ধীরে বিদ্রোহীদের উপরে চাপ বাড়াতে শুরু করে দিয়েছে উদ্ধব ঠাকরে সরকার।

বিদ্রোহীদের পরিবারের নিরাপত্তা প্রত্যাহার
ইতিমধ্যেই শিবসেনার এগজিকিউটিভ কমিটির মিটিং শেষ হয়ে গিয়েছে। তার মধ্যেই শোনা যাচ্ছে বিদ্রোহী বিধায়কদের পরিবারের নিরাপত্তা নাকি সরিয়ে নিয়েছে উদ্ধব ঠাকরে সরকার। এই নিয়ে তুমুল আলোড়ন তৈরি হয়েছে। বিদ্রোহীরা এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উদ্ধব সরকারের বিরুদ্ধে। পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁরা। বিদ্রোহীরা দাবি করেছেন তাঁদের পরিবারের নিরাপত্তা প্রত্যাহার করে নিয়ে উদ্ধব ঠাকরে সরকার তাঁদের উপর চাপ তৈরি করতে চাইছে।

শিন্ডের চিঠি
এই ঘটনা জানা যেতেই শিন্ডে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মহারাষ্ট্র পুলিশের ডিজিকে চিঠি দিয়েছেন। তিনি চিঠিতে লিখেছেন বিদ্রোহী বিধায়কদের পরিবাের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কারণ তাঁদের উপরে যেকোনও মুহূর্তে আক্রমণ আসতে পারে। তিনি রীতিমত হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে বিদ্রোহী বিধায়কদের পরিবারের উপরে যদি কোনও হামলা হয় তাহলে তার জন্য দায়ী থাকবেন উদ্ধব ঠাকরে, এনসিপি সুপ্রিম শরদ পাওয়ার এবং শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। এদিকে সঞ্জয় রাউত দাবি করেছেন, বিধায়কদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের কিন্ত তাঁদের পরিবারের নিরাপত্তার দায়িত্ব সরকারের নয়।