For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফড়নবীশের সঙ্গে যোগাযোগ করছেন উদ্ধব? আগামী ৪৮ ঘণ্টায় বদলে যেতে পারে পুরো চিত্র

ফড়নবীশের সঙ্গে যোগাযোগ করছেন উদ্ধব? আগামী ৪৮ ঘণ্টায় বদলে যেতে পারে পুরো চিত্র

Google Oneindia Bengali News

টানটান উত্তেজনা পূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্র। শিন্ডে বনাম উদ্ধবের টানাপোড়েন চরমে পৌঁছে গিয়েছে। সূত্রের খবর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধব সরকারকে আস্থা ভোট ডাকতে পারেন রাজ্যপাল। তারইমধ্যে আবার জল্পনা বাড়িয়েছে নতুন খবর দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে নাকি যোগাযোগ করেছেন উদ্ধব ঠাকরে। যদিও শিবসেনার পক্ষ থেকে সেই জল্পনা একেবারেই উড়িয়ে দেওয়া হয়েছে। তাঁদের পাল্টা দাবি উদ্ধব সরকারকে বদনাম করতেই এই সব খবর ছড়ানো হচ্ছে।

আগামী ৪৮ঘণ্টা গুরুত্বপূর্ণ

আগামী ৪৮ঘণ্টা গুরুত্বপূর্ণ

আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মহারাষ্ট্রের কাছে। সূত্রের খবর ৪৮ ঘণ্টার মধ্যে রাজপাল কোশারি নাকি আস্থা ভোটের কথা বলতে পারেন উদ্ধব সরকারকে।এদিকে শিন্ডের টানে সিংহভাগ বিধায়কই উদ্ধব শিবির ছেড়ে বেরিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যপাল আস্থাভোটের কথা বললে েয উদ্ধব সরকারের গদি রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে তাতে কোনও সন্দেহ নেই। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহারাষ্ট্র সংকট নিয়ে যে একটা বড় সিদ্ধান্ত হতে চলেছে তাকে কোনও সন্দেহ নেই।

ফড়নবীশের সঙ্গে যোগাযোগ উদ্ধবের

ফড়নবীশের সঙ্গে যোগাযোগ উদ্ধবের

এদিকে আবার শোনা যাচ্ছে গদি বাঁচাতে দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে নাকি যোগাযোগ করেছেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। যদিও শিবসেনার পক্ষ থেকে সেই কথা উড়িয়ে দেওয়া হয়েছে। তাঁদের পাল্টা দাবি শিবসেনার অন্দরে ভাঙন ধরাতে বিজেপি এই সব গুজব রটাচ্ছে। এদিকে আবার ১ জুলাই হাজিরা দেওয়ার জন্য সঞ্জয় রাউতকে তলব করেছে ইডি। শাঁড়াশি চাপে উদ্ধব শিবিরকে নোয়াতে চাইছে বিজেপি। আগামী কয়েকদিন কোন পথে এগোয় পরিস্থিতি সেটাই এখন দেখার

আমরাই আসল শিবসেনা

আমরাই আসল শিবসেনা

সাতদিন পর আজ প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাপটের সঙ্গে একনাথ শিন্ডে জানিয়েছেন তাঁরাই আসল শিবসেনা। বাল ঠাকরের হিন্দুত্বের আদর্শ মেনে চলেন তাঁরা। উদ্ধবের সঙ্গে কোনও বিধায়ক নেই। ৫০ জন বিধায়কের সমর্থন রয়েছে তাঁর সঙ্গে। বাল ঠাকরের হিন্দুত্বের আদর্শকে লঙ্ঘন করেছেন উদ্ধব ঠাকরে। যাঁরা হিন্দুত্বের আদর্শে বিশ্বাসী নন তাঁদের সঙ্গে জোট গড়ে সরকার গড়েছেন উদ্ধব। তাঁরা এই অসম জোটে থাকতে চান না।

দিল্লি যাচ্ছেন শিন্ডে

দিল্লি যাচ্ছেন শিন্ডে

এদিকে আবার আজই দিল্লি উড়ে যাচ্ছেন শিন্ডে। সেখানে অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে বৈঠক হওয়ার কথা। অন্যদিকে আবার আজই দিল্লি গিয়েছেন দেবেন্দ্র ফড়নবীশ। পরবর্তী পদক্ষেপ নিয়ে তিনি অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। তারমধ্যেই শিন্ডের দিল্লি সফরে চিত্রটা স্পষ্ট হয়ে গিয়েছে। তবে বিজেপিতে যোগ দেবেন না শিন্ডে। শিবসেনা ফের ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শিন্ডে হয়তো নতুন দল তৈরি করে বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার গড়বেন।

৫ জুলাই পর্যন্ত অসমের হোটেলে বুকিং, বিদ্রোহী শিবসেনা বিধায়কদের নিয়ে চাঞ্চল্যকর দাবি বিজেপি নেতার৫ জুলাই পর্যন্ত অসমের হোটেলে বুকিং, বিদ্রোহী শিবসেনা বিধায়কদের নিয়ে চাঞ্চল্যকর দাবি বিজেপি নেতার

English summary
Maharashtra governor may call flood test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X