For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রের ফল ভাবাচ্ছে বিজেপিকে, নতুন করে আশা জাগাচ্ছে কংগ্রেসে

মহারাষ্ট্র ভাবাচ্ছে বিজেপিকে, আশা জাগাচ্ছে কংগ্রেসে

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের বিধানসভা ভোটের ফলাফলে দেখা গিয়েছে আসন কমেছে বিজেপির। শিবসেনা কিন্তু দাপট বজায় রেখেছে। গতবার একা লড়ে বিজেপি শিবির শিবসেনার উপর যে দাপট দেখিয়েছিল সেটা এবার কিছুটা বদলে গিয়েছে। অন্যদিকে লোকসভা ভোটের ফলাফলকে মাথায় রেখে এক্সিট পোলে কংগ্রেসের অবস্থা নিয়ে যা বলা হয়েছিল সেই সমীকরণেরও বদল হয়েছে। লোকসভা ভোটের পর থেকে শরদ পাওয়ারের নিরলস প্রচেষ্ট ফল দিয়েছে ভোটবাক্সে। আর তাতে বলিয়ান হয়েছে কংগ্রেসও।

জনপ্রিয়তা কমছে বিজেপির

জনপ্রিয়তা কমছে বিজেপির

লোকসভা ভোটের বিপুল জনপ্রিয়তা কী এবার তাহলে ধাক্কা খেল। মহারাষ্ট্র বিধানসভা ভোটের ফলাফলে বিজেপির অবস্থা দেখে যেকোনও সমীক্ষকই এই কথা বলবেন। ২০১৪ সালে একা লড়ে বিজেপি যেখানে ১২২টি আসন পেয়েছিল। এবার ভোেটর আগেই শিবসেনার সঙ্গে জোট গড়তে হয়েছে। মিলিত প্রচার চালিয়েও বিজেপির ফলাফল বেশ হতাশা জনক। বিকেল পর্যন্ত বিজেপি ১০২টি আসনে দখলে রাখতে পেরেছে। এক্সিটপোল বিজেপিকে একাক সংখ্যাগরিষ্ঠতা দিয়েছিল। সেটা বোধ হয় আর হল না। দালাল স্ট্রিট তার অন্যতম কারণ বলে মনে করছেন অনেকেই। নিন্দুকেরা আবার বলতে শুরু করেছেন বিজেপির পরানো রঙিন চশমা খুলে ফেলেছে মানুষ। গিমিক আর মেরুকরণের রাজনীতি বারবার ফল দেয় না।

শক্তিশালী হচ্ছে শিবসেনা

শক্তিশালী হচ্ছে শিবসেনা

মহারাষ্ট্র বিধানসভা ভোটের ফলাফল যে দিকে এগোচ্ছে তাতে স্পষ্ট শিবসেনার আঁতুরঘরে বেশিদিন বিজেপি দাপট বজায় রাখতে পারবে না। দলে দলে এনসিপি নেতাদের শিবসেনায় যোগ দেওয়া তেমনই ইঙ্গিত দিয়েছিল। সেকারণেই ভোটের আগে জোট নিয়ে অনড় মনোভাব নিয়েছিলেম উদ্ধব ঠাকরে। আদিত্য ঠাকরের রাজ্য স্তরে নেতৃত্ব দেওয়াও অনেকটা ফলদায়ী হয়েছে। মহারাষ্ট্রের যুব সম্প্রদায়ের অনেক ভোটই আদায় করে নিতে পেরেছে শিবসেনা। এখনও পর্যন্ত যে ফল প্রকাশ্যে অসেছে তাতে ৫০ অতিক্রম করে ফেলেছে শিবসেনা। ২০১৪ সালে ৬৩টি আসন পেেয়ছিল তারা। মনে করা হচ্ছে আসন সংখ্যা আরও বাড়বে উদ্ধবদের। তবে এবার বিজেপিকে সরকার গড়তে হলে শিবসেনাকে যে তুষ্ট করে রাখতে হবে তাতে কোনও সন্দেহ নেই।

আশা গাজাচ্ছে কংগ্রেস-এনসিপি জোট

আশা গাজাচ্ছে কংগ্রেস-এনসিপি জোট

লোকসভা ফোটে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া কংগ্রেস নতুন করে আশা জাগাল মহারাষ্ট্রে। এক্সিট পোলের হিসেবে এই জোটকে কেউ ৫০ থেকে ৬০টি আসনের বেশি দেয়নি। সেই সব সমীক্ষকদের কথা এক প্রকার মিথ্যে প্রমাণ করে দিয়েছেন শরদ পাওয়াররা। ২০১৪ সালে যেখানে কংগ্রেস ৪২ এবং এনসিপি ৪১টি আসন পেেয়ছিলে। সেখানে এবারের ফলাফল বলছে এই জোট ১০০ অতিক্রম করে ফেলবে। এখনই প্রায় ৪০টা আসন দখলে এনে ফেলেছে কংগ্রেস। এনসিপি এগোচ্ছে আরও গতিতে। শরদ পাওয়ারের ভাঁড়ারে এখন ৫৫টি আসন।

English summary
Maharastra assembly election result trends, Congress gain, BJP lost
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X