For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাস্তায় খুল্লামখুল্লা 'প্রকৃতির ডাকে সাড়া' দিয়ে এই কীর্তি বিজেপি মন্ত্রীর! তারপর যা শুরু হল

এক ভিডিওতে দেখা গিয়েছে, মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী রাম শিন্ডে রাস্তার ধারের এক জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর স্বচ্ছ ভারত অভিযান উদ্যোগকে সফল করার জন্য দেশবাসীর কাছে বহু ধরনের আবেদন করে চলেছেন। ঘরে ঘরে শৌচালয় নির্মানেরও উদ্যোগ নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। তবে বিজেপি সরকারের এই উদ্যোগে এবার কার্যত জল ঢেলে দিলেন বিজেপি শাসিত মহারাষ্ট্রের জলসম্পদ মন্ত্রী রাম শিন্ডে।

রাস্তায় খুল্লামখুল্লা 'প্রকৃতির ডাকে সাড়া' দিয়ে এই কীর্তি বিজেপি মন্ত্রীর! তারপর যা শুরু হল

[আরও পড়ুন:রাজধানীতে কৃষক বিক্ষোভ, এইসব প্রতিশ্রুতি পালন না হওয়ার অভিযোগে মোদীর বিরুদ্ধে স্লোগান][আরও পড়ুন:রাজধানীতে কৃষক বিক্ষোভ, এইসব প্রতিশ্রুতি পালন না হওয়ার অভিযোগে মোদীর বিরুদ্ধে স্লোগান]

এক ভিডিওতে দেখা গিয়েছে, মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী রাম শিন্ডে রাস্তার ধারের এক জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনা থেকে খিল্লি কিছুই বাদ যাচ্ছে না এই মন্ত্রীকে নিয়ে। বিরোধীদের দাবি প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান যে ব্যার্থ, তা বিজেপি নেতার এই কুকর্ম থেকেই স্পষ্ট।

এদিকে, চারিদিকে এত সমালোচনার শিকার হয়ে রাম শিন্ডে জানিয়েছেন, তিনি রাস্তায় সফর করার সময়ে হঠাই অসুস্থ হয়ে পড়েন। তাই রাস্তার ধারে প্রস্রাব করতে তিনি বাধ্য হন। তিনি জানিয়েছেন,"জলযুক্ত শিবার স্কিমের খোঁজ নিতে আমি গত একমাস ধরে সফর করছি। উচ্চ তাপমাত্রায় ক্রমাগত সফর আর ধুলো আমাকে অসুস্থ করে দিয়েছে। আমার জ্বর জ্বর লাগছিল তখন।..." এরপর প্রকৃতির ডাকে সাড়া না দিয়ে আর থাকতে পারেননি বলে জানান তিনি।

[আরও পড়ুন:চিন, আমেরিকাকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় সবচেয়ে বিশ্বাসযোগ্য সরকার মোদীর, জানাল আন্তর্জাতিক সমীক্ষা][আরও পড়ুন:চিন, আমেরিকাকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় সবচেয়ে বিশ্বাসযোগ্য সরকার মোদীর, জানাল আন্তর্জাতিক সমীক্ষা]

English summary
A minister in the Devendra Fadnavis government has caused embarrassment to the Bharatiya Janata Party (BJP) as he was caught urinating by roadside. The video of the minister peeing by roadside went viral on social media, providing ammunition to the opposition parties to target the state as well as the central governments.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X