For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোনও রাজ্য নয়, এবার দেশের একটি প্রত্যন্ত গ্রামে পাশ সিএএ বিরোধী রেজোলিউশন

এবারে বিধানসভায় কোনও রাজ্য সরকারের প্রস্তাব নয়, গ্রাম সভায় সিএএ বিরোধী প্রস্তাব পাশ। ঘটনাটি মহারাষ্ট্রের বিড জেলার পাটরুড গ্রামের।

  • |
Google Oneindia Bengali News

এবারে বিধানসভায় কোনও রাজ্য সরকারের প্রস্তাব নয়, গ্রাম সভায় সিএএ বিরোধী প্রস্তাব পাশ হল। ঘটনাটি মহারাষ্ট্রের বিড জেলার পাটরুড গ্রামের। মাজালগাঁও তহশিলের পাটরুড পঞ্চায়েতে সিএএ, এনআরসি বিরোধী প্রস্তাব পাশ করানো হয়েছে ২ ফেব্রুয়ারি। ওইদিন গ্রাম সভার বৈঠক বসেছিল। প্রস্তাবের কপি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

গ্রামবাসীদের নেই কাগজ

গ্রামবাসীদের নেই কাগজ

সিএএ বিরোধী প্রস্তাবে বলা হয়েছে, সমাজে সিএএ এবং এনআরসি নিয়ে বিভ্রান্তি রয়েছে। এখানে যাঁরা বাস করে তারা সবাই ভারতীয়। কিন্তু তাদের জাতীয়তাবাদ প্রমাণের জন্য কোনও কাগজ নেই। সেই জন্য গ্রামে সিএএ এবং এনআরসি প্রয়োগ করা হবে না, সিদ্ধান্ত ঘোষণা করেছে পঞ্চায়েত।

গ্রাম সভায় সিএএ বিরোধী প্রস্তাব

গ্রাম সভায় সিএএ বিরোধী প্রস্তাব

পাটরুডের বাসিন্দা একনাথ মাসকে জানিয়েছেন, গ্রামের জমসংখ্যা প্রায় ১৮ হাজার। গ্রামবাসীরা সিএএ এবং এনআরসির বিরুদ্ধে। তাই গ্রাম সভায় সিএএ বিরোধী প্রস্তাব পাশ করানো হয়েছে।

সরকারের অবস্থান সমাজকে প্রভাবিত করবে

সরকারের অবস্থান সমাজকে প্রভাবিত করবে

গ্রাম সেবক সুধাকর গাইকোয়ার জানিয়েছেন, সিএএ এবং এনআরসি নিয়ে সরকারের অবস্থান সমাজকে প্রভাবিত করবে। সেইজন্যই গ্রামবাসীরাই উদ্যোগ নিয়ে প্রস্তাব পাশ করিয়েছেন।

বেশ কয়েকটি রাজ্য সরকারের প্রস্তাব পাশ

বেশ কয়েকটি রাজ্য সরকারের প্রস্তাব পাশ

প্রথম কেরল সরকার সিএএ বিরোধী প্রস্তাব পাশ করিয়েছিল রাজ্য বিধানসভায়। এরপর একে একে বিজেপি বিরোধী একাধিক রাজ্য এই প্রস্তাব বিধানসভায় পাশ করিয়েছে। সেই দলে রয়েছে পশ্চিমবঙ্গও।

English summary
Maharashtra Village has passed a resolution against CAA and NRC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X