For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে 'পাওয়ার টুইস্ট' অব্যাহত! বিধায়ক সংখ্যা নিয়ে কী বলছে এনসিপি-র শিবির

সকলকে তাক লাগিয়ে শনিবারই সরকার গঠনের প্রস্তাব দিয়ে বিজেপির তরফে দেবেন্দ্র ফড়নবীশ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে নেন। এরপর থেকেই দেশ জুড়ে প্রবল রাজনৈতিক আলোড়ন শুরু হয়ে যায়।

  • |
Google Oneindia Bengali News

সকলকে তাক লাগিয়ে শনিবারই সরকার গঠনের প্রস্তাব দিয়ে বিজেপির তরফে দেবেন্দ্র ফড়নবীশ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে নেন। এরপর থেকেই দেশ জুড়ে প্রবল রাজনৈতিক আলোড়ন শুরু হয়ে যায়। বিজেপি দাবি করে , শরদ পাওয়ারের জমি আলগা করে তারা কেড়ে নিয়েছে সেই দলের প্রায় সিংহভাগ বিধায়ক। শুধু তাই নয়, শরদের ভাইপো তথা দলের 'সেকেন্ড ইন কমান্ড' অজিত পাওয়ার শিবিরকে দল থেকে ছিনিয়ে নিয়ে বিজেপি নিজের দখলে করেছে। তবে মহারাষ্ট্রে গতকাল রাতের বৈঠকের পর থেকে রবিবার সকাল পর্যন্ত ঘটনাবলীর পর এনসিপির তরফে উল্টো কথা বলা হয়েছে।

ঘরে ফিরেছে ১৩ বিধায়ক

ঘরে ফিরেছে ১৩ বিধায়ক

এনসিপির তরফে দাবি করা হয়েছে, ইতিমধ্যেই ঘরে ফিরে এসেছেন বহু বিক্ষুব্ধ বিধায়ক। ১৩ জন বিধায়ক ইতিমধ্যেই এনসিপির শরদ পাওয়ার সঙ্গে যোগাযোগ করেছেন বলে দাবি পাওয়ার শিবিরের। অন্যদিকে, ৪ জন বিধায়ককে এনসিপি পাচ্ছে না বলে জানিয়েছে দল। আর এঁদের বিরুদ্ধে 'মিসিং ডায়রি' করা হয়েছে বলে খবর।

অজিতের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

অজিতের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

অজিত পাওয়ারের অপ্রত্যাশিত দিক পরিবর্তন নিয়ে রীতিমতো ক্ষুব্ধ এনসিপি কর্মীরা। মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় এনসিপি কর্মীরা রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে দেন অজিতের বিরুদ্ধে।

অন্ধকারে ছিলেন এনসিপি বিধায়করা

অন্ধকারে ছিলেন এনসিপি বিধায়করা

যে সমস্ত বিধায়করা এনসিপির তরফে বিজেপির সমর্থনে রাজভবনে গিয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম হলেন দিলীপ ভাস্কর। তিনি এক টুইটে জানিয়েছেন, 'অজিত দাদা পাওয়ার আমাকে রাজভবনে যেতে বলেছিলেন, আর আমি সেটাই মেনে চলেছি। কারণ, তিনি এনসিপির সংসদীয় নেতা ছিলেন। ..আমি জানতাম না কী ঘটছে। আমি দলের সঙ্গে আছি।' প্রসঙ্গত, এনসিপির শনিবার রাতের বৈঠকে সদস্য সংখ্যার উপস্থিতি নেয়। আর সেই উপস্থিত বিধায়কদের সংখ্যা তারা ইতিমধ্যেই মহারাষ্ট্রের রাজ্যপালের কাছে পাঠিয়ে দিয়েছে।

দেবেন্দ্র ক্যাপ্টেন , অজিত ভাইস ক্যাপ্টেন!

দেবেন্দ্র ক্যাপ্টেন , অজিত ভাইস ক্যাপ্টেন!

বিজেপি ও এনসিপির ক্ষুব্ধ বিধায়কদের মধ্যে সমঝোতার ফলে বিজেপির নতুন সরকারের উপমুখ্যমন্ত্রীর জন্য অজিত পাওয়ারের নাম ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী থাকবেন দেবেন্দ্র ফড়নবীশ।

'রাজ্যপাল যার , সরকার তার ', মহারাষ্ট্র নিয়ে উত্তর প্রদেশ থেকে সুর চড়ালেন অখিলেশ'রাজ্যপাল যার , সরকার তার ', মহারাষ্ট্র নিয়ে উত্তর প্রদেশ থেকে সুর চড়ালেন অখিলেশ

মহারাষ্ট্র সরকার গঠন বিতর্ক: খবর শুনে অসুস্থ নামী অধ্যাপক! এরপর কী ঘটে যায় মহারাষ্ট্র সরকার গঠন বিতর্ক: খবর শুনে অসুস্থ নামী অধ্যাপক! এরপর কী ঘটে যায়

English summary
Several NCP MLAs, whose support prompted Ajit Pawar to join hands with the Bharatiya Janata Party (BJP) to break the long-standing deadlock in Maharashtra over government formation, 13 of them have reportedly joined back the NCP, placing the government in deep water.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X