For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নারী নির্যাতনে ফার্স্ট বয় মহারাষ্ট্র

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ১৬ মার্চ : মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় প্রথম স্থান দখল করল মহারাষ্ট্র। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর হিসেব অনুযায়ী সবকটি রাজ্যের মধ্যে সেখানেই সবচেয়ে বেশি মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ঘটেছে।

কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী মানেকা গান্ধী লোকসভায় জানিয়েছেন যে, সারা দেশেই মহিলাদের উপর অত্যাচারের ঘটনা আগের চেয়ে ক্রমবর্ধমান। এর মধ্যে ধর্ষণ, শ্লীলতাহানি, শ্বশুরবাড়িতে অত্যাচার, পণের জন্য নিগ্রহ ইত্য়াদি সবই রয়েছে।

নারী নির্যাতনে ফার্স্ট বয় মহারাষ্ট্র


রিপোর্ট অনুযায়ী, ২০১৪ সালে মহারাষ্ট্রে ১৩৮২৭ টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এরপরেই রয়েছে মধ্যপ্রদেশ। সেখানে ১৩৩২৩ টি ও অন্ধ্রপ্রদেশে ১৩২৬৭ টি মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ঘটেছে।

তবে উল্লেখযোগ্য ভাবে মোট অপরাধের সংখ্যা কমেছে সারা দেশে। গতবছর ২০১৩ সালের রিপোর্টে দেখা গিয়েছে সারা দেশে মোট ৩০৯৫৪৬ টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। সেই তুলনায় এবারের সংখ্যাটা অনেকটাই কম।

কেন্দ্রের বিজেপি সরকার যেকোনও মূল্যেই নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। একথা জানিয়ে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী বলেন, "দেশের বহু জায়গায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে অভিযোগ নেওয়ার ক্ষেত্রে পুলিশ গড়িমসি করে। ফলে আমাদের আরও বেশি করে থানাগুলিতে মহিলা পুলিশ আধিকারিক রাখতে হবে।"

দেশের মধ্যে মহারাষ্ট্রই একমাত্র রাজ্য যেখানে কোনও মহিলা পরিচালিত পুলিশ স্টেশন নেই। এছাড়া পাবলিক বা প্রাইভেট কোনও সেক্টরেই মহিলাদের অভিযোগ জানানোর জন্য 'পাবলিক গ্রিভেন্স সেল' নেই। যা আরও বাড়ানোর কথা জানান তিনি।

গতবছর ধর্ষণের ঘটনায় শীর্ষে ছিল দিল্লি ও মোট অপরাধ মিলিয়ে প্রথম স্থানে ছিল অন্ধ্রপ্রদেশ।

English summary
Maharashtra tops in rapes, cases of assault
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X