For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার চোখ রাঙানি ফের শুরু মহারাষ্ট্রে! দিল্লির সার্ভে স্বস্তি দিলেও কেরল, কর্ণাটকের পরিস্থিতি একনজরে

  • |
Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই করোনা পরিস্থিতিতে খানিকটা স্বস্তি দিয়ে মহারাষ্ট্রে হু হু করে নামতে শুরু করে দিয়েছিল আক্রান্তের সংখ্যা। গণেশ চতুর্থী পার করে মহারাষ্ট্রের উৎসবের মরশুমে এই অঙ্ক অনেককেই দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছে। এই পরিস্থিতিতে ভারতে গত দুই দিনে মহারাষ্ট্রের যা পরিস্থিতি তাতে ফের একবার করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে যেতে দেখা গিয়েছে। এদিকে, অমন অবস্থায় স্বস্তি দিচ্ছে দিল্লির পরিস্থিতি।

দিল্লির পরিস্থিতি

দিল্লির পরিস্থিতি

দিল্লিতে সেরো সার্ভেতে দেখা গিয়েছে সেখানে, ৯০ শতাংশ মানুষের দেহে রয়েছে অ্যান্টিবডি। ফলে দিল্লি নিয়ে শঙ্কার কারণ সেভাবে এখন নেই বলে দাবি করা হচ্ছে। এদিকে, ভ্যাকসিনেশনের প্রক্রিয়া যাতে আরও দ্রুত হয়ে যায়, তার জন্য কেন্দ্রীয় সরকার ঘর দস্তক অভিযান শুরু করবে বলে জানা গিয়েছে। এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডিয়া কেন্দ্রীয় সচিবদের সঙ্গে বৈঠক করেন। তারপরই এই অভিযানের সিদ্ধান্ত গৃহিত হয়। মূলত, বাড়ি গিয়ে ভ্যাকসিনেশনের প্রক্রিয়া এবার শুরু হবে বলে জানা যাচ্ছে।

মহারাষ্ট্র

মহারাষ্ট্র

গতকালের যে করোনা রিপোর্ট মহারাষ্ট্র সরকারের তরফে পেশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে মহারাষ্ট্রে নতুন আক্রান্তের সংখ্যা ১৪৮৫ জন, সুস্থতার সংখ্যা ২৪৩৬ জন। মৃতের সংখ্যা ৩৮ জন। অ্যাক্টিভ কেস ১৯,৪৮০ জন। উল্লেখ্য, কয়েকদিন আগে পর্যন্তও গোটা মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১০০০ জনের নিচে ছিল। সেই দি থেকে নতুন করে উদ্বেগ বাড়তে শুরু করে দিয়েছে দেশে।

নয়া ভ্যারিয়েন্টের ত্রাস

নয়া ভ্যারিয়েন্টের ত্রাস

একদিকে দেশে চলছে করোনা ভ্যাকসিনের লক্ষ্যপূরণের কাজ। অন্যদিকে, এওয়াই ডট, ফোর ডট টু ভ্যারিয়েন্টের চোখ রাঙানি শুরু হয়ে গিয়েছে মহারাষ্ট্র থেকে কর্ণাটক , কেরলে। কয়েকদিন আগে এই ভ্যারিয়েন্টের দেখা মেলে মধ্যপ্রদেশে। সেখানে সম্পূর্ণ ভ্যাকসিনেশন হয়ে গিয়েছে এমন ব্যক্তিদেরও আক্রমণ করেছে করোনা। সেই পরিস্থিতিতে এই নয়া ভ্যারিয়েন্ট চোখ রাঙাচ্ছে অন্ধ্রপ্রদেশ, কেরল, তেলাঙ্গানা, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্রে।

 কেরলের অবস্থা

কেরলের অবস্থা

এদিকে, ওনম উৎসবের পর থেকে কেরলে করোনা আক্রান্তের সংখ্যা রীতিমতো হু হু করে বাড়তে দেখা যায়। তার মাধ্য়ে রয়েছে, করোনার নতুন ভ্যারিয়েন্টের ত্রাস। এই ভ্যারিয়েন্টে ত্রাসের মধ্যেই কেরল ফের একবার করোনা ঘিরে আতঙ্কে রাখছে দেশকে। এদিক, ব্যাকলগে থাকা মৃতের সংখ্যা পরিসংখ্যানে যোগ করল কেরল। ফলে বুধবার কেরলের স্বাস্থ্যমন্ত্রক যে তালিকা প্রকাশ করেছে তাতে কেরলে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মৃতের ৬২২ জন। পুরনো মৃতদের সংখ্যা যোগ করে কেরলে শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৯৩ জন। এঁদের মধ্যে পুরনো হিসাব অনুযায়ী ৫২৯ জন মৃতকে নতুন করে মৃতের সংখ্যায় যোগ করা হয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Coronavirus india finds another trouble. Coronavirus sero survey says Delhi has 90 parcent antiboadies.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X