For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আশঙ্কা বাড়িয়ে টানা দ্বিতীয় দিন করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজারের গণ্ডি ছাড়াল মহারাষ্ট্রে

Google Oneindia Bengali News

কয়েকদিন ধরেই মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে মহারাষ্ট্রে ২৫,৬৮১ জন আক্রানত হন করোনায়। তাছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭০ জন প্রাণ হারান সেরাজ্যে। উল্লেখ্য, এই নিয়ে টানা দ্বিতীয় দিন সেরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজারের গণ্ডি ছাড়াল।

করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজারের গণ্ডি ছাড়াল মহারাষ্ট্রে

এদিকে করোনা আবহে ফের নয়া নির্দেশিকা জারি মহারাষ্ট্র সরকারের৷ তাতে বলা হয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত বেসরকারি অফিস, সিনেমাহল, অডিটোরিয়ামে একসঙ্গে সর্বাধিক ৫০ শতাংশ (ধারণ ক্ষমতার) মানুষকে ঢোকানো যাবে৷ ওয়াকিবহাল মহল মনে করছে, করোনার একাধিক নতুন স্ট্রেইন মহারাষ্ট্রে ঢুকে পড়াতেই দাপট বেড়েছে কোভিড ভাইরাসের৷ যদিও এই বিষয়ে সরকারের তরফে কোনও তথ্য পেশ করা হয়নি৷

প্রসঙ্গত, গোটা দেশে ক্রমশ করোনার প্রকোপ কমলেও নতুন করে চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র৷ এখনও এ রাজ্যে আক্রান্তের সংখ্যা সর্বাধিক৷ বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যাও৷ আরব সাগরের তীরে যে ইতিমধ্য়েই আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ, তা ইতিমধ্যেই মেনে নিয়েছে প্রশাসন৷ আর তাতেই ঘুম ছুটেছে সকলের৷ পরিস্থিতি বাগে আনতে কখনও নাইট কার্ফিউ, তো কখনও আঞ্চলিক লকডাউনে ভরসা রাখতে হচ্ছে রাজ্য়ে প্রশাসনকে৷

দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানান, মানুষ যেভাবে করোনা বিধি উপেক্ষা করছেন, তাতে ফের একবার লকডাউন ঘোষণা করা ছাড়া আর কোনও উপায় থাকছে না৷ শুক্রবার ফের একবার সেকথা স্মরণ করিয়ে দেন উদ্ধব৷ বলেন, 'আগামী দিনে ফের হয়তো লকডাউন কার্যকর করা হতে পারে৷ কিন্তু আমার বিশ্বাস, গতবারের মতো এবারও রাজ্য়ের মানুষ সবরকম সহযোগিতা করবেন৷'

English summary
Maharashtra sees 25 thousand covid 19 cases on consecutive days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X