For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে রাজনৈতিক সংকটের মধ্যেই হিন্দু কার্ড উদ্ধবের, ২ শহরের নাম পরিবর্তন

মহারাষ্ট্রে (maharashtra) চলছে রাজনৈতিক সংকট (political crisis)। লড়াই পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court) । তারই মধ্যে কংগ্রেস (Cpngress) ও এনসিপি (NCP) সমর্থিত এমভিএ সরকারের শিবসেনার (Shiv Sena) মুখ্যমন্ত্

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে (maharashtra) চলছে রাজনৈতিক সংকট (political crisis)। লড়াই পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court) । তারই মধ্যে কংগ্রেস (Cpngress) ও এনসিপি (NCP) সমর্থিত এমভিএ সরকারের শিবসেনার (Shiv Sena) মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) হিন্দুত্বের তাস। এদিন ক্যাবিনেট বৈঠকে ঔরঙ্গাবাদ (Aurangabad) এবং ওসমানাবাদের (Osmanabad) নাম পরিবর্তনে অনুমোদন দেওয়া হয়। ঔরঙ্গাবাদ এখন থেকে সম্ভাবজি নগর এবং ওসমানাবাদ ধারাশিব নামে পরিচিত হবে। দীর্ঘদিন ধরেই শিবসেনাই ঔরঙ্গাবাদের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল।

দাবি ছিল শিবসেনার

দাবি ছিল শিবসেনার

দীর্ঘদিন ধরেই ঔরঙ্গাবাদের নাম সম্ভাজিনগর করার দাবি জানিয়ে আসছিল শিবসেনা। উদ্ধব ঠাকরে এবং শিবসেনা প্রায়ই ঔরঙ্গাবাদকে সম্ভাজিনগর বলেই সম্বোধন করতেন। একইসঙ্গে শিবসেনা ওসমানাবাদের নাম পরিবর্তনের দাবিও তুলেছিল।
সম্ভাজি ছিলেন ছত্রপতি শিবাজির জ্যেষ্ঠপুত্র। ১৭ শতকে ঔরঙ্গাবাদের নামকরণ করা হয়েছিল। সেই সময় মুঘল সম্রাট ছিলেন ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব সম্ভাজির মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছিলেন। অন্যদিকে হায়দরাবাদের শেষ শাসক মীর ওসমান
আলি খানের নামানুসারে ওসমানাবাদের নামকরণ করা হয়েছিল। নতুন নাম ধারাশিব এসেছে শহরের কাছাকাছি ৬ শতকের গুহা থেকে।
প্রসঙ্গত একনাথ শিন্ডে শিবির উদ্ধব ঠাকরের হিন্দু মতাদর্শকে চ্যালেঞ্জ করেছিল। তারা বলেছিল, এনসিপি ও কংগ্রেসের সঙ্গে সম্পর্ক শেষ করে ফের প্রকৃত মিত্র বিজেপির সঙ্গে জোট করতে হবে।

আপত্তি ছিল কংগ্রেসের

আপত্তি ছিল কংগ্রেসের

২০১৯-এ কংগ্রেস ও এনসিপির সমর্থনে এমভিএ জোট সরকার গঠনের পর থেকে শিবসেনার দুই শহরের নাম পরিবর্তনের দাবি বিশেষ গুরুত্ব পায়নি। কেননা কংগ্রেসের তরফে ঔরঙ্গাবাদ এবং ওসমানাবাদের নাম পরিবর্তন নিয়ে আপত্তি ছিল। এই মুহূর্তে মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট চলছে। তারই মধ্যে উদ্ধব ঠাকরে হিন্দুত্বকে পাশ কাটিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতিতেই এই নাম পরিবর্তন বিশেষভাবে উল্লেখযোগ্য।

বিমানবন্দরেরও নাম পরিবর্তন

বিমানবন্দরেরও নাম পরিবর্তন

দুই শহরের নাম পরিবর্তনের পাশাপাশি নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের নামও পরিবর্তন করা হয়েছে। মন্ত্রিসভা এই বিমানবন্দরের নাম দিয়েছে প্রয়াত দিনকাট বালু পাতিলের নামে। দিনকাট বালু পাতিল ছিলেন কৃষক নেতা এবং সাংসদ।

নাম পরিবর্তনের দাবি তুলেছে কংগ্রেসও

নাম পরিবর্তনের দাবি তুলেছে কংগ্রেসও

মন্ত্রিসভার বৈঠকে কংগ্রেসের তরফে কিছু জায়গা ও প্রকল্পের নাম পরিবর্তনের দাবি তোলা হয়েছে। রাজমাতা জিজাবাইয়ের নামে পুনের নাম জিজাউনগর করার দাবি তুলেছিল কংগ্রেস। এছাড়াও কংগ্রেসের তরফে সেউড়ি নাভা দেবা ট্রান্স হারবার লিঙ্কেরনাম পরিবর্তন করে ব্যারিস্টার এ আর আন্তুলের নামে করার দাবি করা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে ঠাকরে বলেছেন, নিজের লোকেরা তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাঁর পাশে দাঁড়ানোর জন্য জোটের মন্ত্রীদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।

Weather Update: দক্ষিণবঙ্গে শীঘ্রই আবহাওয়ার পরিবর্তন! উত্তরবঙ্গে কবে কমবে ভারী বৃষ্টি, একনজরে পূর্বাভাসWeather Update: দক্ষিণবঙ্গে শীঘ্রই আবহাওয়ার পরিবর্তন! উত্তরবঙ্গে কবে কমবে ভারী বৃষ্টি, একনজরে পূর্বাভাস

English summary
Maharashtra's Uddhav Thackeray Govt renamed Aurangabad and Osmanabad among political crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X