For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভ্যাকসিন সরবরাহ নিয়ে সম্মুখসমরে কেন্দ্র ও মহারাষ্ট্র, সাতারায় বন্ধ টিকাকরণ

Google Oneindia Bengali News

মহারাষ্ট্র সরকারের তরফে আগেই বলা হয়েছিল যে রাজ্যে করোনা টিকার আকাল দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে এবার সেরাজ্যের সাতারায় করোনা টিকাকরণ বন্ধ করে দিতে হল। উল্লেখ্য, বুধবার থেকেই করোনা টিকা নিয়ে সম্মুখসমরে কেন্দ্র ও মহারাষ্ট্র সরকার৷ টিকার ঘাটতি নিয়ে উদ্ধব ঠাকরে প্রশাসনের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন৷ তাঁর অভিযোগ, নিজেদের বারংবার ব্যর্থতার থেকে নজর ঘোরাতেই টিকার ঘাটতির অভিযোগ করছে মহারাষ্ট্র৷

সাতারায় টিকাকরণ বন্ধ করে দেওয়া হয়

সাতারায় টিকাকরণ বন্ধ করে দেওয়া হয়

বুধবার রাতে মহারাষ্ট্রের সাতারায় টিকাকরণ বন্ধ করে দেওয়া হয়৷ জেলা প্রশাসনের কাছে টিকার ডোজ শেষ হয়ে যাওয়ার কারণেই টিকাকেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে বলে জানিয়েছেন সাতারা জেলা পরিষদের সিইও বিনয় গৌড়া৷ এর আগেই মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছিলেন যে, রাজ্যে আর তিনদিন দেওয়ার মতো টিকা অবশিষ্ট রয়েছে৷ কেন্দ্রের কাছে আরও টিকা পাঠানোর আবেদন করা হয়েছে বলে জানান তিনি৷

মহারাষ্ট্রকে একহাত নিয়েছেন হর্ষ বর্ধন

মহারাষ্ট্রকে একহাত নিয়েছেন হর্ষ বর্ধন

এদিকে টিকাকরণ ইস্যুতে মহারাষ্ট্রকে একহাত নিয়ে বর্ধন বুধবার বলেছিলেন, 'আজ মহারাষ্ট্রে দেশের মধ্যে শুধু সর্বাধিক আক্রান্ত বা মৃত তা-ই নয়, বিশ্বের মধ্যে পজিটিভ রিপোর্ট আসার হারও সেখানে সবচেয়ে বেশি৷ রাজনীতির খেলায় বেশি এনার্জি ব্যবহার করলে আর মিথ্যে ছড়িয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করলে মহারাষ্ট্রের মানুষের ভালো হবে না৷'

'ধাপে ধাপে টিকাকরণ হচ্ছে'

'ধাপে ধাপে টিকাকরণ হচ্ছে'

এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতা সব বয়সের নাগরিকের টিকাকরণ শুরু করার যে দাবি জানিয়েছেন, তার জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, জরুরি ভিত্তিতে আগে যাঁদের প্রয়োজন, সে ভাবেই ধাপে ধাপে টিকাকরণ হচ্ছে৷ মহারাষ্ট্রের অভিযোগ, টিকার ঘাটতির কারণেই টিকাকেন্দ্র সে রাজ্যে বন্ধ করে দিতে হচ্ছে৷ কম বয়সিদেরও টিকা দেওয়ার দাবি জানিয়েছেন দিল্লি ও মহারাষ্ট্র্রের মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য আরও কয়েকজন রাজনৈতিক নেতা৷

টিকাকরণ নিয়ে রাজনৈতিক চাপানউতোর

টিকাকরণ নিয়ে রাজনৈতিক চাপানউতোর

অপরদিকে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা নিতে অস্বীকার করায় ছত্তিশগড় সরকারকেও একহাত নিয়েছেন হর্ষ বর্ধন৷ পাশাপাশি কর্ণাটক, রাজস্থান ও গুজরাতে করোনা পরীক্ষার মান আরও উন্নত হওয়া উচিত বলে তাঁর মত৷ টিকাকরণ ঠিকমতো হচ্ছে বলে তোপ দেগে মহারাষ্ট্র, পাঞ্জাব ও দিল্লিকে চিঠিও লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী৷

English summary
Maharashtra's Satara stops Covid vaccination as doses finishes, state urges for vaccines to Centre
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X