For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের বিরুদ্ধে নিজেই লাগু করলেন জরিমানা! মহারাষ্ট্রের আইএএস অফিসারের কাণ্ডে তাজ্জব অনেকেই

দেশকে প্লাস্টিক মুক্ত করবার ডাক বহুদিন আগেই দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। আর সেই নির্দেশেই দেশ জুড়ে স্বচ্ছ্ব ভারত অভিযানের অঙ্গ হিসাবে পালিত হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

দেশকে প্লাস্টিক মুক্ত করবার ডাক বহুদিন আগেই দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। আর সেই নির্দেশেই দেশ জুড়ে স্বচ্ছ্ব ভারত অভিযানের অঙ্গ হিসাবে পালিত হচ্ছে। এদিকে, সরকারি সমস্ত অফিসে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে উদ্যোগ শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে মহারাষ্ট্রের বিড় এলাকার এক প্রশাসনিক ভবনে আইএএস অফিসার নিজেই নিজের বিরুদ্ধে জরিমানা লাগু করেন এই প্লাস্টিক ব্যবহার ইস্যুতে। ঘটনায় হতবাক অনেকেই।

নিজের বিরুদ্ধে নিজেই লাগু করলেন জরিমানা! মহারাষ্ট্রের আইএএস অফিসারের কাণ্ডে তাজ্জব অনেকেই

চলছিল প্রশাসনিক বৈঠক । আর সেখানে উপস্থিত সকলকে দেওয়া হয় প্লাস্টিকের কাপে চা। প্রশাসনিক কর্তা ব্যক্তি থেকে সাংবাদিক , সকলেই প্লাস্টিকের কাপে চা পেয়েছিলেন সেদিন। এরপরই ঘটনা নিয়ে খবর প্রকাশিত হয়। প্রশ্ন তোলা হয় যে কিভাবে সরকারি দফতরেই প্লাস্টিক ব্যবহার চলছে, তা নিয়ে। প্রশ্ন ওঠে , দেশের প্রধানমন্ত্রী যেখানে প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে কথা বলছেন, সেখানে কীকরে সরকারের তরফে আয়োজিত সাংবাদিক বৈঠকে প্লাস্টিকের কাপে চা দেওয়া হচ্ছে ? এরপরই এলাকার কর্তব্যরত ডিস্ট্রিক্ট কালেক্টর আস্তিক পাণ্ডে নিজেই নিজের দফতর তথা নিজের বিরুদ্ধে ৫০০০ টাকা জরিমানা লাগু করেন।

[ ৩৭০ ধারা বাতিলের পর থেকে কাশ্মীরে ৩০০টির বেশি পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে, জানুন আসল সত্য][ ৩৭০ ধারা বাতিলের পর থেকে কাশ্মীরে ৩০০টির বেশি পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে, জানুন আসল সত্য]

উদ্দেশ্য একটাই, প্লাস্টিক মুক্ত ভারত। আর তার জন্য সরকারি দফতরে প্লাস্টিক ব্যবহার বন্ধ করার বার্তা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। আর সেই নির্দেশ অনুযায়ীই আইএএস অফিসার আস্তিক পাণ্ডে তাঁর দফতরের তরফে প্লাস্টিক ব্যবহারের জন্য, নিজের দফতরের বিরুদ্ধেই জরিমানা লাগু করেছেন।

English summary
Maharashtra's IAS officer fines himself of Rs. 5000, know the reason.After being pointed out for using single-use plastic cups, the collector of Maharashtra’s Beed district Asteek Kumar Pande imposed a fine of Rs 5,000 on himself.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X