মহারাষ্ট্রে বেড়েই চলেছে করোনা সংক্রমণ, ১০ হাজারেরও বেশি আক্রান্ত ২৪ ঘণ্টায়
করোনা ভাইরাসের নতুন ঢেউয়ে ওলোট-পালোট হয়ে যাচ্ছে মহারাষ্ট্র। সে রাজ্যে নতুন করে ডালপালা মেলছে অতিমারী। উদ্ধব ঠাকরের রাজ্যে গত ২৪ ঘণ্টায় ১০,১৮৭ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। শুক্রবারের তুলনায় সংক্রমণের হার কমলেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে মহারাষ্ট্র প্রশাসনকে।

শুক্রবার মহারাষ্ট্রে ১০,২১৬ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। উদ্ধব ঠাকরের রাজ্যে গত ১৭ অক্টোবর থেকে একদিনে এত সংক্রমণ নথিভূক্ত হয়নি। সবমিলিয়ে মহারাষ্ট্রে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ২২ লক্ষে পৌঁছে গিয়েছে বলে জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেই রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সবমিলিয়ে এখনও পর্যন্ত মহারাষ্ট্রে অতিমারীর জেরে ৫২,৪৪০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
শুধু মুম্বইয়ে গত ২৪ ঘণ্টায় ১,১৮৮ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাঁচ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে বাণিজ্য নগরীতে এখনও পর্যন্ত ৩৩২,২০৮ জন কোভিড ১৯ আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে মহারাষ্ট্র প্রশাসন। অন্যদিকে মহারাষ্ট্রে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে রোগমুক্তির সংখ্যাও বেড়ে চলেছে। ইতিমধ্যে ২,০৬২,০৩১ মানুষ করোনা ভাইরাসকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।
পরিস্থিতির গুরুত্ব বুঝে মহারাষ্ট্রে এক উচ্চ পর্যায়ের দল পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের ডাক্তার, বিশেষজ্ঞদের সঙ্গে হাত মিলিয়ে অতিমারী নিয়ন্ত্রণের মরিয়া চেষ্টা চালানো হচ্ছে বলে খবর। খতিয়ে দেখা হচ্ছে মুম্বই সহ রাজ্যের হটস্পট এলাকাগুলি। শনিবার সকাল পর্যন্ত গোটা দেশের তুলনায় মহারাষ্ট্রে ৮২ শতাংশ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় কীভাবে, তার ভাবনাচিন্তা চলছে।