For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বইতে বাড়লেও মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা নামল আজ, একনজরে পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

দেশের বাণিজ্য নগরী মুম্বই কার্যত প্রবল করোনা দংশনে বিধ্বস্ত। সেখানে এদিন হু হু করে করোনার দংশন বাড়তে শুরু করেছে বলে জানান দিচ্ছে পরিসংখ্যান। বস্তি এলাকার থেকে আবাসনে বাড়ছে দংশন।

মুম্বইতে বাড়লেও মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা নামল আজ, একনজরে পরিসংখ্যান

এদিকে, পরিসংখ্যান বলছে, মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫,৭২৬ জন। যা গতকালের থেকে কিছুটা কম। গতকাল করোনার জেরে যে ২৪ ঘণ্টার রিপোর্ট এসেছিল তাতে আক্রান্তের সংখ্যা ছিল ৩৬,৯০২ জন। এদিকে, ১৪,৫২৩ জন এদিন করোনা থেকে মুক্তি পেয়েছেন। ১৬৬ জনের মৃত্যু হয়েছে করোনার জেরে। করোনার জেরে মোট আক্রান্তের সংখ্যা ২৬,৭৩,৪৬১ । মোট সুস্থতার সংখ্যা সেরাজ্যে ২৩,১৪,৫৭৯ জন। মৃতের সংখ্যা ৫৪,০৭৩ জন, করোনায় অ্যাক্টিভ কেস রয়েছে ৩,০৩,৪৭৫ জনের।

মুম্বইতে করোনার জেরে নতুন করে আক্রান্তের সংখ্য়া ৬১২৩ জন। যার জেরে মুম্বইতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৯১,৭৫১ জন হয়েছে। যা গতকালকের আক্রান্তের সংখ্যার চেয়ে বেশি। এদিকে, মুম্বইতে করোনা রোধে একাধিক বন্দোবস্ত নিতে শুরু করেছে প্রশাসন। সেখানে একটি আবাসনে ৫ জন আক্রান্ত পেলেই আবাসন সিল করা হচ্ছে।

মহারাষ্ট্রে কোভিড নিয়ে নয়া বিধি আজ থেকেই লাগু হয়েছে। সেখানে মল থেকে রেস্তোরাঁ বন্ধ হওয়া ও খোলা সংক্রান্ত একাধিকি নিয়ম লাগু হয়েছে। আগামীকাল থেকেই সেখানে রাতের কার্ফু জারি হবে। এদিকে দেশের ১২ রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব বৈঠকে বসেন। এমন এক পরিস্থিতিতে কীভাবে রাজ্যগুলিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে আলোচনা হয়। সেক্ষেত্রে কন্টেইনমেন্ট জোন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রসঙ্গেও আলোচনা হয়।

English summary
Maharashtra reports less number of covid case compared to yesterday Mumbai numbers on surge
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X