For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সপ্তাহের মাঝে মহারাষ্ট্রে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যায় সামান্য কমতি, অল্প স্বস্তি মুম্বইতেও

  • |
Google Oneindia Bengali News

দেশ যখন করোনার জেরে দৈনিক আক্রান্তের বিচারে নয়া রেকর্ড গড়েছে, সেখানে এদিন মহারাষ্ট্রে করোনার পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টার রিপোর্ট সামান্য স্বস্তি দিচ্ছে। একনজরে দেখা যাক মহারাষ্ট্র থেকে মুম্বইয়ের করোনা গ্রাফ। গতকাল যেখানে করোনা গ্রাফ মহারাষ্ট্রে ফের একবার ৬০ হাজারের ঘর ছুঁয়েছে, সেখানে আজ দৈনিক আক্রান্তের সংখ্যায় নতুন করে কমতি দেখা গিয়েছে।

মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি

মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ৫৮,৯৫২ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭৮ জনের। যার জেরে করোনার কেস মহারাষ্ট্রে মোট দাঁড়িয়েছে ৩৫,৭৮,১৬০ জন। উদ্ধব সরকার শাসিত রাজ্যে করোনার জেরে ৬,১২,০৭০ জন অ্যাক্টিভ করোনা রোগী রয়েছেন। উল্লেখ্য, এর আগে মহারাষ্ট্রে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৬০ হাজারের গ্রাফ। মৃত্যুর সংখ্যাও ছিল একদিনে ৩০০ এর ওপর। সেখানে থেকে যে গ্রাফটা অনেকটাই নেমেছে, তা সহজেই অনুমেয়।

মুম্বইতে করোনার জের

মুম্বইতে করোনার জের

মুম্বইতে করোনার জেরে আক্রান্তের সংখ্যা ৯৯২৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনার জেরে ৫৪ জনের মৃত্যু হয়েছে এই শহরে। সুস্থ হয়েছেন ৯২৭৩ জন। করোনার জেরে মুম্বইয়ের মোট আক্রান্তের সংখ্যা ৫,৪৪,৯৪২ জন হয়েছে। অ্যাক্টভ কেস হয়েছে ৮৭,৪৪৩ জন। প্রসঙ্গত, এর আগে মুম্বই শহরেই শুধু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার করতেও দেখা যায়।

রাজস্থানে করোনা পরিস্থিতি

রাজস্থানে করোনা পরিস্থিতি

রাজস্থানে করোনা পরিস্থিতি রীতিমতো ভয়াবহ। সেদিক থেকে দেখতে গেলে গত ২৪ ঘণ্টায় করোনার জেরে আক্রান্তের সংখ্যা উঠেছে ৬২০০ জনে। সুস্থ হয়েছেন ১৯৫৯ জন। তবে রাজস্থান করোনা পরিস্থিতির জেরে সন্ধ্যে ৬ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত কার্ফু জারি হয়েছে।

দিল্লিতে করোনা পরিস্থিতি সামাল দিতে কী অবস্থা?

দিল্লিতে করোনা পরিস্থিতি সামাল দিতে কী অবস্থা?

এদিকে, দিল্লিতে কোভিড পরিস্থিতি সামাল দিতে নয়া নয়া পন্থার আশ্রয় নিয়েছে সেখানের প্রশাসন। দিল্লিতে হাসপাতালের সংখ্য়ার কমতি দেখা যাওয়ায় সেখানের কিছু হোটেলগুলির সঙ্গে হাসপাতালগুলিকে সংযুক্ত করার কথা বলা হয়েছে। যে হোটেলগুলিকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে তার তালিকা দিয়েছে দিল্লি প্রশাসন।

English summary
Maharashtra reports 58,952 fresh COVID19 cases , as Mumbai records 9,925 fresh cases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X