For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় গোটা এপ্রিলের অর্ধেক মৃত্যু গত ৯ দিনে দেখেছে ভারত, মহারাষ্ট্রেই শুধু শেষ ২৪ ঘণ্টায় মৃত ৯৮৫ জন

  • |
Google Oneindia Bengali News

ক্রমেই ভয়াল হচ্ছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের থেকেও যত দিন যাচ্ছে তত বেশি ভয়ানক হচ্ছে করোনার জেরে মৃতের সংখ্যা। দেশে শুধু মাত্র এপ্রিল মাসের ২০ থেকে ২৮ তারিখের মধ্যে ২০,০০০ জনের মৃত্যু হয়েছে করোনার জেরে। এদিকে, গোটা এপ্রিলে ১ থেকে ২৮ তারিখের মধ্যে মোট মৃতের সংখ্যা ৩৮,২৬০ টি। এমনই তথ্য দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

করোনায় গোটা এপ্রিলের অর্ধেক মৃত্যু গত ৯ দিনে দেখেছে ভারত, মহারাষ্ট্রেই শুধু শেষ ২৪ ঘণ্টায় মৃত ৯৮৫ জন

এদিকে, এই ঘটনার জেরে করোনার দ্বিতীয় স্রোতে মৃতের সংখ্যা ঘিরে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করেছে। এদিকে, একটি নয়া রিপোর্ট বলছে, করোনার জেরে মহারাষ্ট্রের যা পরিস্থিতি তাতে কোভিডের তৃতীয় স্রোত আসার আশঙ্কা থেকে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এভাবে যদি চলতে থাকে, তাহলে কোভিডের জেরে ভারতের বাণিজ্যনগরী মহারাষ্ট্রে তৃতীয় স্রোত আসবে। যদি এই তৃতীয় স্রোতের ধাক্কা রুখতে হয়, তাহলে অবিলম্বে এই রাজ্যে ভ্যাকসিনেশন শুরু হওয়া প্রয়োজন। প্রসঙ্গত, ভারতে ১ মে থেকে ভ্যাকসিন ১৮ বছরের উর্ধ্ব থেকে ৪৫ বছর বয়সীদের দেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসকে তখনই রোখা যাবে যখন ভ্য়াকসিন একটি নির্দিষ্ট এলাকার জনসংখ্যার দুই তৃতীয়াংশ মানুষের শরীরে প্রবেশ করবে।

এদিকে যে মায়ানগরী নিয়ে এই আলোচনা চলছে ভাইরাসের তৃতীয় স্রোতের , সেই মহারাষ্ট্রে করোনার জেরে ৬৩,৩০৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন শেষ ২৪ ঘণ্টায়। এদিকে, করোনার জেরে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৪৪,৭৩,৩৯৪ জন আক্রান্ত। প্রসঙ্গত , ভারতে মৃতের সংখ্যা ভয়াবহ ভাব বাড়ছে করোনার জেরে। শুধু মহারাষ্ট্রেই আজকের রিপোর্টে জানানো হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় সেখানে ৯৮৫ জনের মৃত্যেু হয়েছে। দেখা যাচ্ছে গত সোমবারের ৪৮ হাজারের দৈনিক আক্রান্তের তুলনায় এদিন মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যাও বেশ বেড়েছে।

এদিকে, মায়ানগরী মুম্বইতে করোনার জেরে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪,৯৬৬ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৭৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা সেখানে হয়েছে ৬,৪০,৫০৭ টি। সুস্থ হয়েছেন ৫,৬০৪০১ জন।

English summary
Maharashtra records 68 thousand new cases as India Reports Over Half of April’s Fatalities in Last 9 Days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X